বারবার করোনা (Coronavirus) চিকিৎসার গাইডলাইন পরিবর্তন। বিভ্রান্ত মানুষ। সমস্যায় চিকিৎসকদের একাংশও। করোনা উপসর্গ ও তার চিকিৎসা নিয়ে ‘সংবাদ প্রতিদিন’ বাংলা তথা ভারতসেরা সাত চিকিৎসকের কাছে তিনটি একই প্রশ্ন রেখেছে। কয়েকটি ব্যাপারে মতানৈক্য থাকলেও একটা বিষয় তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, বাড়িতে কেউ পজিটিভ হলেই পরিবারশুদ্ধ সকলের RT-PCR করানোর কোনও দরকার নেই। উপসর্গ দেখা দিলে তবেই কোভিড (COVID-19)টেস্ট করাতে হবে। পজিটিভ নয়, অথচ জ্বর- কাশি। সেক্ষেত্রে নিজেকে কোভিড পজিটিভ ভেবে নিয়ে ওষুধ খেতে হবে। জ্বর না কমলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। কো-মর্বিডিটি থাকলেও ঝুঁকি নেওয়া যাবে না। ডক্টর কনসালটেশন চাই। অ্যান্টিবায়োটিক, ভিটামিন, জিঙ্ক ট্যাবলেটের যে করোনায় কোনও ভূমিকা নেই সেই কথাও বেশিরভাগ ডাক্তার মনে করিয়ে দিয়েছেন। তবে পালস অক্সিমিটারের ব্যবহার নিয়ে মতের অমিল স্পষ্ট।
ডা: সুকুমার মুখোপাধ্যায়
ডা: কুণাল সরকার
ডা: অভিজিৎ চৌধুরী
ডা: শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়
ডা: ধীমান গঙ্গোপাধ্যায়
ডা: অমিতাভ নন্দী
ডা: যোগীরাজ রায়
সাতদিন ঘরে বসে থাকতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.