১ জুন থেকে রাজ্য তথা গোটা দেশে অনেকটাই শিথিল লকডাউন। ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় বাংলা। গৃহবন্দি দশা কাটিয়ে নানা কাজে বাইরেও বেরতে হবে। অথচ প্রতিনিয়ত ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে করোনা ভাইরাস (Coronavirus)। এমন পরিস্থিতিতে কীভাবে সংক্রমণ থেকে দূরে থাকবেন? সুস্থ থাকার উপায় বাতলালেন ডা. তমোনাশ ভট্টাচার্য।
ব্যবহৃত গ্লাভস ও মাস্ক ঢাকা পাত্রে ফেলতে হবে। ধোয়ার যোগ্য হলে ধুয়ে রোদে শুকিয়ে নিন। চার-পাঁচটা মাস্ক থাকলে ঘুরিয়ে-ফিরিয়ে পরুন। সেক্ষেত্রে ব্যবহারের পর রোদে রেখে দিন। ধোয়ার প্রয়োজন নেই।
Advertisement
অতিথি বাড়িতে এলে তিনি সেসমস্ত জায়গায় হাত দিয়েছেন, তা অবশ্যই স্যানিটাইজ করে নিন।
প্রতিদিনই বেরনোর আগে স্বাস্থ্যপরীক্ষা করে নিন। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে সেলফ কোয়ারেন্টাইনে থাকুন।
৫৫ বছরের ঊর্ধ্বে বয়স হলে কিংবা রক্তচাপ-সুগার-হার্ট-কিডনির সমস্যা থাকলে খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরবেন না।
আক্রান্ত প্রতিবেশী একঘরে করবেন না। এই প্রবণতা অবৈজ্ঞানিক এবং ভয়ংকর। পারস্পরিক সহযগিতায় ভরসা রাখা জরুরি।
অবসন্নতা মানুষের প্রতিরোধ ক্ষমতা কমায়। তাই খেয়াল রাখুন আক্রান্ত যেন অবসাদে না ভোগে।
বিজ্ঞান ও বিজ্ঞানীদের উপর ভরসা রাখুন।
করোনারে দূরে রাখুন, করোনা রোগীকে নয়। মনে রাখবেন, ঐক্যবদ্ধভাবেই এই লড়াই জিততে হবে।