সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকাকরণ প্রক্রিয়ার শুরু থেকেই কোভ্যাক্সিনকে (CoVaxin) নিয়ে বিতর্ক চলছে। কেউ এই টিকা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তো কেউ আবার প্রশ্ন করেছেন, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। বিতর্কের মাঝেই এবার ভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেক জানিয়ে দিল, সকলের জন্য নয় কোভ্যাক্সিন। কারা কারা এই টিকা নিতে পারবেন, তা স্পষ্ট করে দিয়েছে হায়দরাবাদের এই সংস্থা।
মঙ্গলবার ভারত বায়োটেকের তরফে একটি ফ্যাক্ট শিট প্রকাশ করা হয়েছে। যেখানে কোভ্যাক্সিন সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশে আনা হয়েছে। কারা এই ভ্যাকসিন নিতে পারবেন তাও স্পষ্ট করে দিয়েছে ভারত বায়োটেক। বলা হয়েছে,
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে নতুন নজির গড়েছে ভারত। বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া শুরুর আগে জোড়া ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। একটি হল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মূলায় তৈরি সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড। অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। আর যত সমস্যা তৈরি হয়েছে এই ‘স্বদেশী’ কোভ্যাক্সিনকে ঘিরে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষের আগেই ছাড়পত্র পেয়েছে এই টিকা। যা নিয়ে বিশেষজ্ঞ থেকে রাজনীতিবিদ, সকলেই একযোগে কেন্দ্রকে বিঁধেছেন।
১৬ জানুয়ারি দেশজুড়ে কোভিড টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া অনেকেই কোভ্যাক্সিন নিতে চাইছেন না। এবার টিকা প্রস্তুতকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল কারা এই টিকা নিতে পারবেন, আর কাদের জন্য বিপদ ডেকে আনবে এই ভ্যাকসিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.