সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। কখনও কখনও নিঃশব্দে এসে জটিল রোগ বাসা বেঁধে ফেলে শরীরে। যখন তার অস্তিত্ব টের পাওয়া যায়, তখন সময় অনেকটা চলে গিয়েছে। রোগ নির্মূল করে স্বাভাবিক সুস্থতা আর ফেরানো সম্ভব হয় না। ফলে যত উন্নত আর যতই খরচসাপেক্ষ চিকিৎসা হোক, রোগীর মৃত্যু অনিবার্য। এবার সেই অনিবার্যতাকেই যেন চ্যালেঞ্জ করে বসল অ্যাপোলো ক্যানসার সেন্টার, কলকাতা। এখানে লাং লাইফ স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে ফুসফুসের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে জীবন বাঁচানোর পথে অত্যন্ত বড় পদক্ষেপ।
বৃহস্পতিবার অ্যাপোলো ক্যানসার সেন্টার্সের তরফে ভারতে প্রথম চালু হল লাং লাইফ স্ক্রিনিং। যার মাধ্যমে ফুসফুসের ক্যানসার যথাসময় চিহ্নিত হতে পারে এবং সেই অনুযায়ী চিকিৎসাও হবে সময়মতো। এই যুগান্তকারী উদ্ভাবনের মূল লক্ষ্য, ফুসফুসের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ বাঁচানো। ভারতের যত সংখ্যক মানুষ ক্যানসারে প্রাণ হারান, তার ৮.১ শতাংশই ফুসফুসের মারণরোগে। সব ধরনের ক্যানসারের মধ্যে ৫.৯% হল ফুসফুসের ক্যানসার। যথাসময়ে তা চিহ্নিত হলে পূর্ব নির্ধারিত চিকিৎসার মাধ্যমে আরও অনেক প্রাণহানি রুখে দেওয়া সম্ভব।
ক্যানসারের গবেষণার জন্য আন্তর্জাতিক এজেন্সি (আইএআরসি)-এর তৈরি করা ক্যানসারের ঘটনা ও মরণশীলতা বিষয়ক গ্লোবোক্যান ২০২০–এর আনুমানিক হিসাব দেখায়, যে ক্যানসার-জনিত মৃত্যুর কারণগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে ফুসফুসের ক্যানসার, যেখানে ২০২০ সালে এই রোগের ফলে প্রায় ১.৮ মিলিয়ন বা ১৮ শতাংশের মৃত্যু ঘটেছে। লাংলাইফ স্ক্রিনিং প্রোগ্রাম সেইসব ব্যক্তিদের উপর লক্ষ্য স্থাপন করে যাদের ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। যেমন –
১. ৫০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে থাকা লোকেরা
২. অ্যাসিম্পটোম্যাটিক (ফুসফুসের ক্যানসারের কোনো চিহ্ন বা উপসর্গ না থাকা)
৩. ধূমপান করার উল্লেখযোগ্য ইতিহাস থাকা লোকেরা এবং
৪. পরিবারের ফুসফুসের ক্যান্সারের ইতিহাস আছে এমন ব্যক্তিদের
কম-ডোজ দিয়ে গণনা করা টোমোগ্রাফি (এলডিসিটি)-এর মাধ্যমে আর্লি স্ক্রিনিং যথাসময়-পূর্ব নির্ধারণে সহায়তা করতে পারে এবং বেঁচে যাওয়ার হার উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। তবুও বেশি ঝুঁকিতে থাকা প্রায় ৮০% ব্যক্তি কখনও স্ক্রিনিংয়ের কথা আলোচনা করেননি। যথাসময়ের আগে আগে রোগনির্ণয় করতে ফুসফুসের ক্যানসার স্ক্রিনিং ঘিরে যোগাযোগ ও সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যাপোলো ক্যানসার সেন্টার, কলকাতার সিনিয়ার কনসালটেন্ট পালমোনোলজি ডঃ অশোক সেনগুপ্ত বলেছেন, “সারা বিশ্বব্যাপী মারাত্মক ক্যানসারগুলির মধ্যে অন্যতম হল ফুসফুসের ক্যানসার, কিন্তু যথাসময়ের পূর্বে নির্ধারণ করলে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমাদের লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে, আমাদের লক্ষ্য হল গোড়াতেই বেশি ঝুঁকিতে থাকা লোকেদের সনাক্ত করা। এটা করা হবে কম-ডোজের উন্নত সিটি প্রযুক্তি ব্যবহার করে। কারণ, এটা নিখুঁতভাবে রোগনির্ণয়ের সম্ভাবনা সর্বাধিক করার পাশাপাশি রেডিয়েশনের নিচে থাকার সময়ও ন্যূনতম করে। এই প্রোগ্রামটি বিশেষভাবে সেইসব ব্যক্তিদের উপর বেশি প্রভাব ফেলে, যারা অতীতে ধূমপান করেছেন বা এখনও করছেন। প্যাসিভ স্মোকার বা পরিবারে ফুসফুসের ক্যানসার ইতিহাস রয়েছে। চিকিৎসা করা যাবে এমন এক পর্যায়ে ফুসফুসের ক্যানসার নির্ধারণ করে, আমরা রোগীদের হাতে চিকিৎসার আরও ভালো পরিণাম পাওয়ার এবং একটি আরও সুস্থ ভবিষ্যতের জন্য নতুন করে আশা করার ক্ষমতা দিই।”
অ্যাপোলো ক্যান্সার সেন্টার, কোলকাতার রেডিওলজির কনসালটেন্ট, ডঃ রেশমি চাঁদ বলেন, “অ্যাপোলো ক্যান্সার সেন্টারের লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রামের সূচনাকে ভারতে ফুসফুসের ক্যান্সারের আশঙ্কাজনকভাবে বেড়ে ওঠা নিয়ে কথা বলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। এই সুদূরপ্রসারী স্ক্রিনিং প্রোগ্রামের সাথে, আমরা যথাসময়ের পূর্বে নির্ধারণ করার উপর মনোনিবেশ করি। কারণ এই পর্যায়েই কার্যকর চিকিৎসা ও আরোগ্যলাভের সম্ভাবনা অত্যন্ত বেশি। এই প্রোগ্রামে কম-ডোজের অত্যাধুনিক সিটি স্ক্যানকে উদ্দেশ্যসাধনের উপায় হিসেবে ব্যবহার করা হয়, তবে এই সিটি স্ক্যান প্রযুক্তি সত্ত্বেও রোগীর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সঠিকভাবে যাতে রোগনির্ণয় করা হয় সেটাও নিশ্চিত করা হয়। একসাথে, আমরা শুধু ক্যান্সারের চিকিৎসাই করছি না এমনকি সময়ে হস্তক্ষেপ করা এবং ব্যক্তিগত চাহিদার সাথে মানানসই সামগ্রিক পরিচর্যা প্রদান করার মাধ্যমে জীবনের রূপান্তরসাধনও করছি।”
অ্যাপোলো ক্যানসার সেন্টার কলকাতা মেডিক্যাল সার্ভিসেসের অঙ্কোলজির ডিরেক্টর তথা ডঃ পি.এন. মহাপাত্র বলেন, “ফুসফুসের ক্যানসার হল নীরব ঘাতক, এই রোগ প্রায়ই এমন সময় ধরা পড়ে যখন তা অনেকটা বেড়ে গিয়েছে। তাই যথাসময় রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রামের সঙ্গে অ্যাপোলো ক্যানসার সেন্টার ফুসফুসের ক্যানসারের পরিচর্যায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এই প্রোগ্রাম প্রাথমিক পর্যায়েই রোগনির্ণয় করতে নিখুঁতভাবে রোগনির্ণয় ও রোগী-কেন্দ্রিক পরিচর্যাকে একসঙ্গে নিয়ে এসেছে, যা বেঁচে যাওয়ার হার উল্লেখযোগ্যভাবে উন্নত করে। উদ্যমী স্বাস্থ্যসেবা যে জীবন বাঁচাতে পারে আমাদের এই উদ্যোগ তারই সাক্ষ্য বহন করে। এই প্রোগ্রাম রোগীদের আরোগ্য লাভের জন্য সবচেয়ে ভালো সম্ভাবনা।”
অ্যাপোলো ক্যানসার সেন্টার, কলকাতার মেডিক্যাল সার্ভিসেসের ডিরেক্টর, ডঃ সুরিন্দর সিং ভাটিয়ার কথায়, “আমরা ভারতের মধ্যে সর্বপ্রথম লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে পেরে গর্বিত। এটা একটা যুগান্তকারী উদ্যোগ যা অঙ্কোলজি পরিচর্যায় অ্যাপোলো ক্যানসার সেন্টারের নেতৃত্বের দক্ষতা প্রমাণ করে। আমাদের লক্ষ্য শুধু জীবন বাঁচানোই নয়, বরং স্বাস্থ্য সম্বন্ধে সকলকে জ্ঞান প্রদান করা ও নিজের স্বাস্থ্য নিজে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া।”
অ্যাপোলো ক্যানসার সেন্টার ৩০ বছরেরও বেশি সময় ধরে মানব জীবনে আশার সঞ্চার করে। ক্যানসারের পরিচর্যার মানে হল ৩৬০-ডিগ্রি বিস্তীর্ণ পরিচর্যা, যার জন্য ক্যানসার বিশারদদের থেকে অঙ্গীকার, অভিজ্ঞতা ও অদম্য মানসিকতা প্রয়োজন। ক্যানসার সেন্টারগুলির উচ্চমানের নিখুঁত অঙ্কোলজি থেরাপি প্রদান করার উপর তদারকি করতে সারা ভারত জুড়ে ৩৯০ জনেরও বেশি ক্যানসার বিশারদগণের একটি নেটওয়ার্ক আছে। আমাদের ক্যান্সার বিশারদগণ সুদক্ষ ক্যানসার পরিচালনা দলগুলির অধীনে একটি অঙ্গ-ভিত্তিক অনুশীলন অনুসরণ করে বিশ্বমানের ক্যানসার পরিচর্যা প্রদান করে। এটি আমাদের ধারাবাহিকভাবে একটি আন্তর্জাতিক মানের নিদানিক পরিণাম প্রদান করা এক পরিবেশে রোগীদের দৃষ্টান্তমূলক চিকিৎসা প্রদানে সাহায্য করে। ১৪৭ দেশ থেকে মানুষ অ্যাপোলো ক্যানসার সেন্টারগুলিতে চিকিৎসার জন্য ভারতে আসেন। দক্ষিণ এশিয়া ও মধ্য প্রাচ্যে সর্বপ্রথম পেন্সিল বিম প্রোটন থেরাপি কেন্দ্রের সঙ্গে অ্যাপোলো ক্যানসার সেন্টারে সেই সব কিছু রয়েছে যা ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজন।
অতিরিক্ত তথ্যের জন্য অনুগ্রহ করে যোগাযোগ করতে পারে: এমএসএল
অনুষ্কা ভট্টাচার্য: 9875572602 | [email protected]
জয়িতা সিনহা: 8240357271 | [email protected]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.