সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষাকালে অল্প বিস্তর পেটের অসুখে ভোগেন প্রায় সবাই। কখনও পেট ভার, কখনও আবার হুট করে পেট খারাপ। চিকিৎসকরা বলছেন, অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে যদি একটু বেশি সচেতন থাকা যায়, তাহলে পেটের সমস্যা থেকে দূরে থাকা যায়। তবে এর জন্য অবশ্যই মেনে চলতে বিশেষ কিছু নিয়ম (Monsoon Health Tips)।
১) প্রথমেই খেয়াল রাখুন আপনার পানীয় জল ঠিক আছে কি না। খেয়াল রাখুন আপনি যেখানে খাবার জল রাখেন, সেই পাত্রটি পরিষ্কার কি না। চিকিৎসকরা বলছেন, পেটের রোগের মূল কারণ কিন্তু অশুদ্ধ পানীয় জল (Drinking Water)।
২) জল (Water) ফিল্টার করে তবেই পান করুন। প্রয়োজনে জল ফুটিয়ে নিয়ে তারপর পান করতে পারেন। এতে জল থেকে রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে। জলে অল্প পরিমাণ ফিটকিরি বা কপূর ফেলে সেই জল ব্যবহার করতে পারেন।
৩) বর্ষাকালে বাইরে খাওয়া থেকে একটু বিরত থাকুন। বিশেষ করে এই সময় জাঙ্ক ফুড তো একেবারেই নয়। ঝাল-মশলা খাবার একেবারেই এড়িয়ে চলুন বর্ষাকালে।
৪) চিকিৎসকরা বলছেন, শুধু পানীয় জলই নয়, আপনি যে জলে স্নান করেন তার শুদ্ধতার দিকেও নজর রাখুন। কারণ, স্নান বা মুখো ধোয়ার সময়ও এই জল আপনার শরীরে প্রবেশ করতে পারে।
৫) পেটে সমস্যা হলে মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না। এতে শরীর আরও খারাপ হতে পারে।
৬) পেটের সমস্যা বাড়লে অবশ্যই পরিষ্কার জলে ওআরএস মিশিয়ে সেটা পান করুন। এতে শরীরে এনার্জি পাবেন।
৭) শেষমেশ, নিজেই ডাক্তারি করবেন না। বরং সমস্যা বাড়লে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই ওষুধ খান।
এতো গেল পেটের সমস্যা। এছাড়াও বর্ষাকালে পুরো শরীরের যত্ন নিন। বিনা কারণে বৃষ্টিতে ভিজবেন না। নোংরা জলে পা দিলে অবশ্যই ভাল করে পা ধুয়ে নিন। দরকার পড়লে উষ্ণ জলে স্নান করুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.