সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিপদ অনেকটাই ফিকে। তবু নিশ্চিন্ত থাকার উপায় নেই। ব্রিটেনে (UK) এবার বাড়বাড়ন্ত ‘হান্ড্রেড ডে কাফ’ তথা ১০০ দিনের কাশির। দ্রুত ছড়াচ্ছে এই অসুখ, যা আসলে হুপিং কাশি। সেদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাম্প্রতিক অতীতে ব্যাকটেরিয়ার এই সংক্রমণ বেড়েছে আড়াইশো শতাংশ!
জানা যাচ্ছে, জুলাই থেকে নভেম্বরের মধ্যে ৭১৬ জন আক্রান্ত হয়েছেন। ২০২২ সালেও এই কাশির অসুখের প্রকোপ ছিল পুরোদস্তুর। কিন্তু এবার সংক্রমণ বেড়েছে ৩ শতাংশ। কী উপসর্গ এই অসুখের? প্রবল শ্বাসকষ্ট, কাশির (Cough) দমকে নীল বা বেগুনি হয়ে যাওয়া, ঘনঘন কাশি। যত সময় যায় ততই বাড়তে থাকে কাশির দমক। মূলত শিশুদের হলেও একটু বড় এমনকী প্রাপ্তবয়স্কদেরও এই অসুখ হতে পারে। আর এর জেরে হার্নিয়া কিংবা অল্প বেগেই প্রস্রাব হয়ে যাওয়ার মতো অসুখও হওয়ার আশঙ্কা থাকে।
প্রসঙ্গত, গত শতকের পাঁচের দশকেই এই অসুখের প্রতিষেধক আবিষ্কার হয়েছিল। ছয়ের দশকে শুরু হয় টিকাকরণ। তার আগে পর্যন্ত তিন বছর অন্তর মহামারীর আকার নিত অসুখটি। যদিও এখনও রোগটি থেকে গিয়েছে। কোভিডের সময় সামাজিক দূরত্ব কিংবা মাস্কের ব্যবহারের কারণে কিছুটা কমেছিল সংক্রমণের হার। তবে এবার ফের তা বাড়তে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.