সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচ্ছন্নতা বজায় রাখতে বাচ্চাকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে শেখান মা-বাবারা৷ তাতে জীবাণুর সংক্রমণ থেকে মুক্তি মেলে৷ কিন্তু এর একটি বিপজ্জনক দিকও আছে৷ সম্প্রতি এক সমীক্ষায় উঠে এল সেই তথ্য৷
মার্কিন মুলুকের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিজ্ঞানীরা সম্প্রতি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের এই কুফল সম্পর্কে সতর্ক করেছেন৷ দেখা যাচ্ছে, ব্যবহৃত স্যানিটাইজারে অ্যালকোহল ও বিভিন্ন সুগন্ধী ব্যবহার করা হয়৷ যা কোনওভাবে বাচ্চারা খেয়ে ফেললে মারাত্মক অসুখের মুখে পড়তে পারে তারা৷ এ শুধু সম্ভাবনাই নয়৷ এ ধরনের বেশ কিছু ঘটনার রিপোর্ট জমা পড়ার পরই পুরো বিষয়টি খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা৷ স্যানিটাইজারের বিষক্রিয়ায় বাচ্চাদের অসুস্থতা সংক্রান্ত পরিসংখ্যান দেখেই এমন সিদ্ধান্ত তাঁদের৷
হ্যান্ড সানিটাইজার অ্যালকোহলিক ও নন অ্যালকোহলিক দুরকমই হতে পারে৷ কিন্তু দুটো থেকেই ক্ষতির সম্ভাবনা আছে৷ বিজ্ঞানীদের কাছে এই সংক্রান্ত যে তথ্য জমা পড়েছে, তা সেদিকেই ইঙ্গিত করছে৷ দেখা যাচ্ছে জ্বর হলে বা স্কুল চলাকালীন স্যানিটাইজার ব্যবহার করার প্রবণতা বাড়ে৷ সেই সময়ই বেশি সংখ্যক বাচ্চার মধ্যে এর খারাপ প্রভাব দেখা যায়৷ মূলত ৬-১২ বছরের বাচ্চারাই এর ভুক্তভোগী৷ পেটব্যাথা, বমির মতো সমস্যার এর ফলে ভুগতে থাকে বাচ্চারা৷ পরে যা আরও মারাত্মক শারীরিক সমস্যা ডেকে আনতে পারে৷
বিজ্ঞানীদের পরামর্শ, এই প্রভাব এড়াতে সাবান ও জল দিয়ে হাত ধোওয়াই বাঞ্চনীয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.