সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ, হাইক, মেসেঞ্জারের সঙ্গে এবার পাল্লা দেবে গুগলের নতুন অ্যাপ Google Allo৷ এই অ্যাপ এনে গুগল রীতিমত চমকে দিল টেকদুনিয়াকে৷
কী থাকছে এই অ্যাপে?
এই অ্যাপটির মূল আকর্ষণে যেমন রয়েছে এনক্রিপটেড মেসেজ পাঠানোর সুবিধা, ভয়েস মেসেজ, পাশাপাশি থাকছে কৃত্রিম ইন্টেলিজেন্স৷ এই ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার হয়ে মেসেজের উত্তর তৈরি করে দেবে অ্যাপটি৷ আপনাকে শুধু উত্তরটিকে সিলেক্ট করে পাঠিয়ে দিতে হবে৷ অটো জেনারেটেড উত্তরগুলির মধ্যে পছন্দসই উত্তরটি ব্যস্ততার ফাঁকে সিলেক্ট করলেই চলে যাবে আপনার বন্ধুর কাছে৷
কী ভাবে সাইন আপ করবেন?
Google Allo তে সাইন আপ করার পদ্ধতিও বেশ সহজ৷ অ্যাপটিকে ডাউনলোড করে আপনার ফোনে ঠিক যে ভাবে অন্যান্য মেসেজিং অ্যাপে ফোন নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন ঠিক সেভাবেই৷ আপনার ফোনে থাকা অন্যান্য যার নম্বর এই অ্যাপটিতে থাকবে তা নিজে নিজেই চলে আসবে লিস্টে৷
আর যাঁরা দৈনন্দিন গুগল ব্যবহার করেন তাঁরা সহজেই বুঝে নিতে পারবেন এই অ্যাপটির ব্যবহারের পদ্ধতি৷ আর Allo-তে পাওয়া যাবে ব্যক্তিগত মেসেজকে সুরক্ষিত রাখার জন্য অতিরিক্ত সুবিধা৷ এনক্রিপটেড মেসেজের সঙ্গে থাকছে একটি মেসেজ স্থায়ীভাবে মুছে ফেলার সুযোগ৷ আর কখন তা করবেন তার নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার হাতে৷
এই অ্যাপে থাকছে আরেকটি বিশেষত্ব৷ বিভিন্ন কনসার্ট, ইভেন্ট বা রেস্তোরাঁর খোঁজ নিমেষেই পেয়ে যাবেন এই অ্যাপে৷ শুধু সার্চে গিয়ে আপনাকে লিখে দিতে হবে আপনার চাহিদা৷ অতএব একটি অ্যাপেই সবরকম সুবিধা একেবারে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা৷ অ্যাপ ছেড়ে আলাদা করে গুগল সার্চ খুলে তথ্য জানার দিন শেষ৷
বিনামূল্যে অবশ্যই এই অ্যাপ ব্যবহার করার সুযোগ কেউই হাতছাড়া করবেন না, তা নিয়ে আশাবাদী গুগল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.