Advertisement
Advertisement

Breaking News

অনলাইনে সিনেমা দেখেন? ভোডাফোনের গ্রাহক হলে থাকল সুখবর

আপনি কি একজন 4G গ্রাহক?

Good news for vodafone 4G customer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 19, 2017 12:09 pm
  • Updated:March 19, 2017 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোডাফোন৷ যাঁরা অনলাইনে সিনেমা দেখতে ভালবাসেন, তাঁদের কথা মাথায় রেখে এই নয়া অফার আনল সংস্থাটি৷ বলিউড, হলিউড ও আঞ্চলিক সিনেমা, জনপ্রিয় শো-এর বিশাল সম্ভার গ্রাহকদের হাতের মুঠোয় এনে দিতে ‘আমাজন প্রাইম ভিডিও’র সঙ্গে গাঁটছড়া বাধল ভোডাফোন৷

‘ভোডাফোন ফোর-জি সুপার নেট’ নেটওয়ার্কের গ্রাহকরা আগামী ২২ মার্চ থেকে আমাজন প্রাইম ভিডিও সার্ভিসের জন্য নাম নথিভুক্ত করলে পাবেন ৫০% ক্যাশব্যাক৷ ‘মাই ভোডাফোন অ্যাপ’ বা ভোডাফোন ওয়েবসাইট থেকে আমাজন প্রাইম ভিডিও-র সাবস্ক্রিপশন করলে বার্ষিক যে ৪৯৯ টাকা লাগে, তার মধ্যে ২৫০ টাকাই ফেরত পাবেন আমাজন পে ব্যালেন্সে৷ এই মুহূর্তে দেশের বাজারে একমাত্র ভোডাফোনের সঙ্গেই আমাজনের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে৷ আমাজন প্রাইম ভিডিও পরিষেবায় সবচেয়ে বেশি এক্সক্লুসিভ সিনেমা, শোয়ের সম্ভার রয়েছে বলে দাবি সংস্থার৷ পাশাপাশি, কম ডেটা খরচে দুর্দান্ত প্লে-ব্যাক কোয়ালিটি মিলবে বলেও দাবি সংস্থার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement