Advertisement
Advertisement

দীর্ঘ ব্যাটারি সমৃদ্ধ Gionee Marathon M6 ও M6 Plus

 শুধু ফোন নয়, নয়া মডেল দুটি কার্যত পাওয়ার ব্যাঙ্ক৷

Gionee Marathon M6, M6 Plus launched with 5000mAh and 6020mAh battery
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 7:29 pm
  • Updated:June 11, 2018 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Gionee বেজিংয়ের বাজারে লঞ্চ করল Marathon M6 ও M6 Plus স্মার্টফোন৷ এই সিরিজের মডেল দুটির বিশেষত্ব হল এর ব্যাটারি৷ Gionee Marathon M6 মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও M6 Plus মডেলে রয়েছে ৬০২০ এমএএইচ ব্যাটারি৷

আগস্টের ৬ তারিখ থেকে চিনে মডেল দুটির বিক্রি শুরু হবে৷ ৬৪ জিবি-র মডেলের দাম পড়বে আনুমানিক ২৭ হাজার টাকা ও ১২৮ জিবি-র মডেলের দাম পড়বে ৩০ হাজার টাকার আশেপাশে৷

Advertisement

সংস্থার দাবি, ম্যারাথন মডেলে ৯ভি/২এ ডুয়াল চার্জ চিপ ব্যবহার করা হয়েছে৷ এই প্রযুক্তির সুবিধা হল, চার্জ করলেও স্মার্টফোন গরম হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ ব্যাটারিকে আরও দ্রুত, সুরক্ষিত উপায়ে চার্জ করা যাবে৷ পাশাপাশি, এম৬ মডেলকে ‘পাওয়ার ব্যাঙ্ক’ হিসাবেও ব্যবহার করা যাবে৷ এই মডেলের সাহায্যে অন্যান্য ডিভাইসকেও চার্জ করা যাবে৷ জিওনির দাবি, সাধারণ পাওয়ার ব্যাঙ্কের তুলনায় এম৬ ২০% দ্রুত চার্জ করতে সক্ষম হবে৷

জিওনি দাবি করেছে, তাদের রিসার্চ টিম ইন-হাউস পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে৷ নয়া প্রযুক্তি এই দুই হ্যান্ডসেটের পাওয়ার কনজাম্পশনকে আরও অপটিমাইজ করবে৷

Marathon-6-plus

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement