Advertisement
Advertisement

Breaking News

ব্যাটারি সমস্যা নির্মূল করতে বাজারে Gionee Marathon M5 Plus

ভারতে এসে গেল জিওনি ম্যারাথন এম ৫ প্লাস৷

Gionee brings 5,020mAh battery toting Marathon M5 Plus to India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 8:33 pm
  • Updated:June 11, 2018 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে এসে গেল জিওনি ম্যারাথন এম ৫ প্লাস৷ মিডিয়াটেক এসওসি প্রসেসর, ৬ ইঞ্চির ডিসপ্লে ও ৫০২০ এমএএইচ ব্যাটারি৷ সংস্থার সদর দফতর বেজিংয়ে লঞ্চ করার প্রায় ৫ মাস পর এ দেশে মডেলটি লঞ্চ করল সংস্থা৷

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ফোনটির ‘এক্সক্লুসিভ’ বিক্রি শুরু হয়েছে৷ পাশাপাশি মিলছে সংস্থার আউটলেটেও৷ ভারতীয় মুদ্রায় মডেলটির দাম পড়বে প্রায় ২৭ হাজার টাকা৷ শ্যাম্পেন গোল্ড ও পোলার গোল্ড- দুটি রঙে মিলবে নয়া মডেলটি৷

Advertisement

ভারতের দায়িত্বপ্রাপ্ত সংস্থার সিইও অরবিন্দ ভোরা জানিয়েছেন “এ দেশে এম ৫ লঞ্চ করতে পেরে আমরা রোমাঞ্চিত৷ মডেলটির বিশেষত্ব হল এর হ্যান্ডক্রাফ্ট ডিজাইন ও পাওয়ারপ্যাক ব্যাটারি৷” তাঁর দাবি, ব্যাটারি নিয়ে স্মার্টফোন ইউজারদের সমস্ত অভিযোগের সুরাহা করবে এই ফোন৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement