Advertisement
Advertisement

এবার SMS পাওয়া যাবে ফেসবুক মেসেঞ্জারেই!

এখন সব বার্তাই এক জায়গায় পৌঁছনোর ব্যবস্থা করল ফেসবুক৷

get-your-smses-in-facebook-messenger-now
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 8:58 pm
  • Updated:June 17, 2016 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসেজের দুনিয়া বেশ ধাঁধার৷ কিছু মেসেজ আসে ফেসবুকে৷ কিছু মেসেজ আসে মোবাইলের এসএমএস হিসেবে৷ কোন মেসেজ যে কোথায় পৌঁছয় তা নিয়ে বেশ ধন্দে থাকেন অনেকেই৷ তবে এবার সে ধাঁধার নিরসন হতে পারে৷ ফেসবুকের তরফে এবার চালু হচ্ছে নয়া সার্ভিস৷ কেউ ইচ্ছে করলেই এবার সব এসএমএস পেতে পারেন ফেসবুক মেসেঞ্জারে৷

মেসেজের দুনিয়ায় গোলমাল কমাতেই এই নয়া পদক্ষেপ নিতে চলেছে ফেসবুক৷ এই সময়ে অধিকাংশ মানুষই ফেসবুক করেন অ্যান্ড্রয়েড ফোনে৷ ফোনের এসএমএস সার্ভিসও আগের মতোই বহাল৷ সেই নিয়েই বাধে গোলমাল৷ তবে ফেসবুকের এই নয়া সার্ভিসে তা কমতে বাধ্য৷ কেননা এখন সব বার্তাই এক জায়গায় পৌঁছনোর ব্যবস্থা করল ফেসবুক৷

Advertisement

শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে এই সার্ভিস৷ শুধু টেক্সট মেসেজ নয়, ইমেজ, অডিও এমনকী ভিডিও মেসেজও পাঠানো যাবে এই সার্ভিসে৷ কীভাবে চালু করা যাবে এই সার্ভিস? মেসেঞ্জারের সেটিংস অপশনে গিয়ে লিস্টের মধ্যে এসএমএস অপশন থেকে ‘ডিফল্ট এসএমএস অ্যাপ’টি চালু করলেই এই সার্ভিস শুরু হবে৷ এসএমএস কথোপকথনের ক্ষেত্রে আলাদা রঙ(পার্পল), মেসেঞ্জারে কথোপকথনের ক্ষেত্রে থাকবে আলাদা রঙ(নীল) ব্যবহৃত হবে৷ ফলত দুটো রঙ থেকেই বোঝা যাবে কোন ক্ষেত্রে কী কথোপকথন হয়েছে৷

নতুন এই সার্ভিসে এসএমএসের খরচ ও কমবে. ফেসবুকের ইন্টারনেট খরচের মাধ্যমেই মিটিয়ে নেওয়া যাবে এসএমএসের কাজ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement