সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যাশন দুনিয়ায় ট্যাটুর জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। ছুটির সকালে ঘুম ভেঙে মোবাইল ঘাঁটতে শুরু করলেন। সোশ্যাল মিডিয়ায় চোখ পড়তেই দেখলেন মাচো ম্যানের বাহুজুড়ে গণপতি বাপ্পা শোভা পাচ্ছে। চোখে রিমলেস সানগ্লাস। সুইমিংপুল থেকে উঠে আসছেন হিরো। চোখ আটকে গেল, তাই না? বাহুতে গণেশ ঠাকুর!
হ্যাঁ উৎসবের মরশুমে ট্যাটুতেও ভগবান। ঠিকই দেখেছেন। ফ্যাশনের ট্রেন্ড বদলাচ্ছে। ট্রেন্ডি থাকে জেনারেশন নেকস্ট ভগবানকে শরীরে ঠাঁই দিচ্ছে। জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন শিব ও গণেশঠাকুর।
মন খারাপের কিছু নেই। সামনেই পুজোর মরশুমে গণেশ ঠাকুর দুগ্গামায়ের সঙ্গে বেড়াতে আসবে। তার আগে ট্রেন্ডি গণপতি ট্যাটু বানিয়ে ফ্যাশনে ইন থাকুন। এমনিতেই ভগবান সঙ্গে থাকলে ভয় পালিয়ে যায়। তায় ট্যাটু আবার সাফল্য ও সৌভাগ্যের প্রতীক। সেই ট্যাটুতেই যদি গণপতি বাপ্পা, শিবঠাকুর, বা কৃষ্ণ থাকে তাহলে তো সোনায় সোহাগা। শরীর জুড়ে ভগবানকে রাখতে চাইলে বডি ট্যাটু করুন। না হলে বাহুতে কৃষ্ণ নিয়ে পুজোর মরশুমে প্যান্ডেল হপিংয়ে গেলে ‘আপনি থাকছেন স্যার।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.