Advertisement
Advertisement

Breaking News

Mark Zuckerberg

চিনের সঙ্গে তথ্য ভাগ, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার, ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন কর্মীর

জুকারবার্গের বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রাক্তন কর্মী সারা উইলিয়ামস।

former Facebook executive sarah williams accuses ceo mark zuckerberg
Published by: Kishore Ghosh
  • Posted:March 19, 2025 9:46 pm
  • Updated:March 19, 2025 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকের অন্দরের কেচ্ছা ফাঁস করলেন প্রাক্তন কর্মী। এর মধ্যে রয়েছে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার! যখন তখন ইচ্ছে মতো ছাঁটাই! মহিলাদের প্রতি কুরুচিপূর্ণ আচরণ। তথ্য চুরি। চিনের সঙ্গে তথ্য ভাগ! চিনকে নিজেদের সার্ভারের অ্যাকসেস দেওয়ার মতো বড় অভিযোগ। এমন অভিযোগকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। যদিও যাবতীয় অভিযোগ অস্বিকার করেছে মেটার কর্তারা।

মার্ক জুকারবার্গের সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রাক্তন কর্মী সারা উইন উইলিয়ামস। একটানা সাত বছর সংস্থার উচ্চপদে কাজ করেছেন তিনি। সম্প্রতি নিজের লিখিত বই প্রকাশ করেছেন সারা। ‘কেয়ারলেস পিপল, এ কশনারি টেল অফ পাওয়ার, গ্রিড অ্যান্ড লস্ট আইডিওলিজম’ বইতেই ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ-সহ শীর্ষকর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন তিনি।

Advertisement

সারার দাবি, ‘হটকারি’ জুকারবার্গ চিনে ব্যবসা বাড়াতে সেখানকার কমিউনিস্ট সরকারের যাবতীয় বিধিনিষেধ মেনে নিতে তৈরি ছিলেন। এই গোটা প্রক্রিয়াটাই চলছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটকে লুকিয়ে চুরিয়ে। বিস্ফোরক সারা বক্তব্য, ফেসবুক একটি পচে যাওয়া কর্মসংস্কৃতির জায়গা। দুই শীর্ষকর্তা সিইও মার্ক জুকারবার্গ ও প্রাক্তন সিওও শার্ল স্যান্ডবার্গ ব্যাপক জালিয়াতি করেছেন। ব্যক্তিগত সুবিধার জন্য দুজনেই লাগাতার দুর্নীতি করে গেছেন, অভিযোগ ইউলিয়ামসের।

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই হইহই পড়ে যায় মার্কিন মুলুকে। বাধ্য হয়ে আসরে নামে মেটা। এক বিবৃতিতে তারা জানায়, “আমরা বইটি পড়িনি। তবে যিনি এই দাবি করছেন তাঁকে ২০১৭-তে সংস্থা থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্তে প্রমাণিত, তিনি মিথ্যা অভিযোগ তুলেছিলেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement