Advertisement
Advertisement

Breaking News

Biryani

পুজোয় এবার বিরিয়ানি খাবার প্ল্যান? ঢুঁ মারুন এই রেস্তরাঁয়

কত খরচ পড়বে?

try this restaurant for good Biryani
Published by: Akash Misra
  • Posted:October 4, 2024 7:03 pm
  • Updated:October 5, 2024 9:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরিয়ানি খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই তো যে কোনও উৎসবে নানা পদের মাঝেও সবার নজর কেড়ে নেয় এই বিরিয়ানিই। খাদ্যরসিকদের এই বিরিয়ানির নোলাকে আরও একটু উসকে দিতে এবার হাজির আমিনিয়া।

বিরিয়ানির ব্যাপারে বরাবরই আমিনিয়া রেস্তরাঁ খাদ্যরসিকদের পছন্দের তালিকায় থাকে। আর তাই তো আমিনিয়া মাঝে মধ্যে বদলাতে থাকে তাঁদের মেনু লিস্ট। তবে আমিনিয়া স্পেশাল মেনুগুলো কিন্তু এখনও শোস্টপার।

Advertisement

তা এবার পুজোয় আমিনিয়ার ঝুলিতে রয়েছে কী কী?

বিরিয়ানি প্রেমী মানুষদের জন্য এবার আমিনিয়ার রান্নাঘরে রয়েছে, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। যা কিনা আমিনিয়ার একেবারে সুপারহিট আইটেম। রয়েছে আমিনিয়া স্পেশাল মটন কারি, চিকেন চাপ, ডিভাইন চিকেন, মটন রেজালা, পসিন্দা কাবাব, কাটি রোল। শেষপাতে একটু মিষ্টি না হলে কি আর পেটপুজো জমে? আমিনিয়াতে রয়েছে তারও ব্যবস্থা। অবশ্যই ট্রাই করুন শাহি ফিরনি।

এই প্রত্যেক ক্ষেত্রেই দাম পড়বে ৮০০ টাকা (দু’ জনের জন্য)। তাহলে আর ভেবে কাজ নেই। আমিনিয়াতেই পেটপুজোর প্ল্যান করে নিন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement