সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলুর প্রতি বাঙালিদের একটি বেশিই প্রেম। সব কিছুতেই আলু চাই-ই চাই। মাছে আলু, মাংসে আলু, এমনকী, ঘি-আলুভাতে তো অনেকরই ফেভারিট খাবার। তাই আলু নিয়ে এক্সপেরিমেন্ট করতে কখনই পিছপা পা হন না বাঙালিরা। তাই যারা নতুন নতুন খাবারের স্বাদ পেতে চান, তাঁরা অনায়াসে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আলু টিক্কি। রইল সহজ রেসিপি (Easy Recipe)।
যা লাগবে-
আলু ৪ টে, লঙ্কা ১টি, পিঁয়াজ ১টা, ছোট করে কাটা, আদা ও রসুন বাটা ১ চামচ হলুদ ও লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, জিরে ও আমচুর গুঁড়ো ১/২ চামচ, নুন আন্দাজ মতো, ধনেপাতা পরিমাণ মতো, কর্ন ফ্লাওয়ার ২ চামচ, তেল পরিমাণ মতো।
তৈরি করুন এভাবে-
প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে পিঁয়াজ কুচো ভেজে নিন। এর পর ওই তেলেই আলু ও কর্ন ফ্লাওয়ার বাদে অন্যসব উপকরণ দিয়ে দিন একে একে। উপকরণগুলি ভাল করে কষতে দিন। মিশ্রণ একটু কষে এলে এর মধ্যে আলু দিয়ে দিন। তারপর এক চামচ কর্ন ফ্লাওয়ার জলে গুলিয়ে এর মধ্যে ঢেলে দিন। ভাল করে নেড়ে নিন।
মিশ্রণটি কিছুটা ঠান্ডা হয়ে এলে ছোট ছোট গোল আকারের আলুর বল তৈরি করুন। একটু চ্যাপটা করে নিন উপর থেকে। এ বার আরেকটি পাত্রে নতুন করে সামান্য তেল গরম করে তাতে আলুর বলগুলি অল্প করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলু টিক্কি। সঙ্গে পুদিনার আর লঙ্কার চাটনি বা টম্যাটো সস খেতে পারেন। চা কফির সঙ্গে আলুর টিক্কি কিন্তু জমে যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.