Advertisement
Advertisement

Breaking News

মাত্র ১০টি খালি প্যাকেট জমা দিলেই বিনামূল্যে মিলবে ম্যাগি!

কীভাবে জানেন?

Nestle's New Waste Management Mantra
Published by: Tanujit Das
  • Posted:November 18, 2018 7:08 pm
  • Updated:November 18, 2018 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ম্যাগি ম্যাগি ম্যাগি…’ এই জিংগলের সঙ্গে পরিচিত নন এমন ভারতীয় খুঁজে পাওয়া কঠিন৷ সেই কবে থেকে সকলের সঙ্গে একাত্ম হয়ে রয়েছে ম্যাগি৷ ভারতীয়দের কাছে ইনস্ট্যান্ট নুডলসের সমার্থক শব্দ ‘ম্যাগি’৷ আট থেকে আশি, অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে দু’মিনিটের এই খাবার৷ প্রথম দিন থেকেই একটা বিষয় খুব স্পষ্ট যে, ভারতে কেবল ব্যবসা করতেই আসেননি ‘ম্যাগি’ প্রস্তুতকারী সংস্থা নেসলে৷ সমাজের প্রতি কিছু দায়বদ্ধতাও বহন করছে কোম্পানিটি৷ তাই বারবার সমাজ সচেতনতা মূলক প্রচারের অংশ হতে দেখা গিয়েছে তাঁদের৷ তাদের প্রোডাক্টগুলির বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন সময়ে সমাজকে সচেতন করার কাজ করেছে এই সুইস কোম্পানিটি৷ এবার সেই তালিকায় যুক্ত হল তাঁদের আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ৷ সম্প্রতি একটি নয়া অফার চালু করেছে সংস্থাটি৷ যার ফলে কোনও গ্রাহক ম্যাগি নুডুলসের দশটি খালি প্যাকেট ফেরত দিলে বিনামূল্যে পাবেন এক প্যাকেট ম্যাগি নুডুলস৷

[জানেন, কলকাতার কোন রেস্তরাঁয় গেলে মিলবে ২৫০ রকম স্বাদের রসগোল্লা?]

Advertisement

পরীক্ষামূলক ভাবে দেরাদুন ও মুসৌরিতে চালু করা হয়েছে এই অফারটি৷ এই কাজে নেসলেকে সাহায্য করছে সেখানকার নির্দিষ্ট ২৫০টি পাইকারি বিক্রেতা৷ বিক্রেতাদের বক্তব্য, কোনও গ্রাহক ম্যাগি নুডুলসের দশটি খালি প্যাকেট তাঁদের কাছে জমা করলে, বদলে এক প্যাকেট ম্যাগি বিনামূল্যে সেই গ্রাহককে দেবেন তাঁরা৷ নেসলের তরফ থেকে এই অফারের নাম দেওয়া হয়েছে ‘MAGGI Wrappers return’ ৷ সূত্রের খবর, এই অফারটি পরীক্ষামূলক ভাবে প্রথমে ওই দুই শহরেই শুরু করেছে নেসলে৷ সেখানে এই আইডিয়া সফল হলে, ধীরে ধীরে তা সমগ্র দেশে চালু হবে৷ নেসলে ইন্ডিয়ার মুখপাত্র জানান, “আমরা আশাবাদী যে, এই অফারের মাধ্যমে গ্রাহকদের সচেতন করতে পারব আমরা৷” রিপোর্ট বলছে, এই দুই শহরে দূষণের প্রধান কারণই হল প্লাস্টিক এবং সেক্ষেত্রে ম্যাগি নুডলসের প্যাকেটই বেশি মিলেছে৷ সেই রিপোর্টের ভিত্তিতেই এমন সচেতনতা মূলক প্রচারাভিযান শুরু করেছে নেসলে ইন্ডিয়া৷

[স্বাদ বদল হোক নিরামিষ মাংসে, রইল আরও দুই পদ]

কয়েক বছর আগেই বিতর্কে জড়ায় নেসলে কোম্পানির বিখ্যাত এই নুডলস৷ সংবাদ শিরোনামে উঠে আসে ম্যাগি৷ প্রচুর পরিমাণে সীসা ও আজিনামোটোর উপস্থিতি মেলে ম্যাগিতে৷ যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে জানান চিকিৎসকরা৷ এই ঘটনার পরই সমগ্র দেশে ম্যাগিকে নিষিদ্ধ করার দাবি ওঠে৷ ‘ম্যাগি’-র লাইসেন্স বাতিল করার দাবি জানান বিশেষজ্ঞরা৷ যদিও প্রথমে এই অভিযোগ মানতে চাননি ম্যাগির প্রস্তুতকারক কোম্পানি নেসলে। পরে পরিস্থিতি সামাল দেন তারা৷ এর কয়েকদিন পর একদম নয়া মোড়কে ম্যাগিকে বাজারে নিয়ে আসে নেসলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement