সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঁয়াজের দাম এখন আকাশছোঁয়া। হালে দাম একটু কমলেও মধ্যবিত্তের এখনও পিঁয়াজ সাধ্যের বাইরে। পিঁয়াজের দামবৃদ্ধির ফলে রান্নাঘরে এখন চিকেন বা মটন ব্রাত্য। পিঁয়াজ ছাড়া মাংস! শুনতে অবাক লাগলেও এমন রেসিপি কিন্তু আছে। পিঁয়াজ ছাড়াই বানানো যেতে পারে চিকেন বা মটনের সুস্বাদু পদ।
ঝাল ভাজা মুরগি
উপকরণ
পদ্ধতি
প্রথমে মুরগি মাংস কেটে মাঝারি সাইজের কয়েকটি টুকরা করুন। এবার ভালভাবে ধুয়ে ২ চা-চামচ নুন মাখিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। ভাল করে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংসের সঙ্গে আদাবাটা, রসুনবাটা, লঙ্কাগুঁড়ো, চিকেন মশলা ও লেবুর রস মিশিয়ে দিন। ৩ থেকে ৪ ঘণ্টা এভাবেই রেখে দিন। এবার একটি পাত্রে ময়দা নিয়ে তাতে ১ চা-চামচ লঙ্কাগুঁড়া, ১ চা-চামচ গোলমরিচগুঁড়ো, সামান্য নুন, চিনি ও বেকিং পাউডার মিশিয়ে রাখুন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে মুরগির টুকরাগুলো মিশ্রণে মাখিয়ে গরম তেলে অল্প আঁচে ভেজে নিন। লাল করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে রাখুন। ঝাল ভাজা চিকেন তৈরি।
কষা মটন ভিন্দালু
উপকরণ
পদ্ধতি
মাংস ধুয়ে জল ঝরিয়ে নিন। প্যানে তেল গরম করে মাংসগুলো কড়া করে ভাজুন। এবার সব বাটা ও গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিন। মাংস কষা হয়ে গেলে জল দিয়ে নেড়ে ঢেকে দিন। আঁচ কমিয়ে দিন। এরপর জল শুকিয়ে এলে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর আরও ১ কাপ জল দিয়ে কাঁচালঙ্কা ও রসুনের কোয়া দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিন। মিশ্রণটি মাংসের প্যানে দিয়ে আঁচ বাড়িয়ে দিন। গোটা মিশ্রণটি ভালভাবে নাড়তে থাকুন। আপনার কষা মটন ভিন্দালু তৈরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.