Advertisement
Advertisement

Breaking News

টমেটো রাইস

প্রচণ্ড গরমে রান্না সারুন মাত্র ৩০ মিনিটেই, রইল জিভে জল আনা পদের খোঁজ

ক্লান্ত শরীরে অফিস থেকে ফেরার পর এই পদের খোঁজ আপনার কাজে লাগবেই৷

Here are some tips to cook very delicious and easy to prepare Tomato Rice
Published by: Sayani Sen
  • Posted:May 12, 2019 9:42 pm
  • Updated:May 12, 2019 9:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাপমাত্রার পারদ ৪০-এর গণ্ডি পেরলো বলে৷ কিন্তু তা তো আর অফিস শুনবে না৷ তাই ঘেমেনেয়ে অফিস দৌড়তে হচ্ছে সকলকেই৷ এদিকে, বাড়িতে ফিরে আর রান্নাঘরে ঢুকতে মন চাইছে না৷ বাইরে থেকে খাবার কিনে খাওয়ার ক্ষেত্রে বাধ সাধছে সেই গরম৷ এই পরিস্থিতিতে খুব কম সময়ে সুস্বাদু রান্নার খোঁজ রইল আপনার জন্য৷
রান্নাঘরে চাল আর টমেটো যেকোনও সময়েই পাওয়া যায়৷ তা এই দুটি মূল উপকরণ যখন রয়েছে তখন সপ্তাহের শুরুটা না হয় টমেটো রাইস দিয়েই করা যাক৷ এবার দেখে নেওয়া যাক কম সময়ে তৈরি সুস্বাদু এই পদ তৈরি করতে কী কী লাগবে৷ 

[ আরও পড়ুন: সুস্বাদু মাছ-মাংসের রেসিপি, গরমে দোসর হোক ভিনস্বাদের শরবত]

উপকরণ:
বাসমতি চাল: ১ কাপ
পিঁয়াজ কুচি: ২ টি
সম্বর মশলা: ২ চামচ
তেল: ২ চামচ
আদা বাটা: ১/২ চামচ
রসুন বাটা: ১/২ চামচ
টমেটো কুচি: ৪টি (বড় মাপের)
লঙ্কা কুচি: ৩টি
হলুদ গুঁড়ো: ১/৪ চামচ
নুন: স্বাদমতো
কারি পাতা: ৭টি

Advertisement

[ আরও পড়ুন: বাহারি স্বাদে আম, রইল জিভে জল আনা তিনটি রেসিপি]

পদ্ধতি:
বাসমতি চাল একটি পাত্রে ঢেলে ভাল করে ধুয়ে নিন৷ তারপর ২০ মিনিট ধরে সেটিকে শুকোতে হবে৷ এবার একটি কড়াইতে জল ঢালুন৷ ঢিমে আঁচে তা গরম হতে দিন৷ জল ফুটে গেলে চাল কড়াইতে ঢেলে দিন৷ ভাল নরম হয়ে গেলে নামিয়ে ফেলুন৷ ঢাকা খুলবেন না৷ এবার টমেটো, পিঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা ভাল করে মিক্সিতে মিহি করে বেটে পেস্ট তৈরি করে নিন৷ এই কাজটি হয়ে গেলে গ্যাসে আবারও একটি অন্য কড়াই বসান৷ তাতে দু’চামচ তেল দিন৷ তেল গরম হয়ে গেলে তাতে কারি পাতা, লঙ্কা কুচি, পিঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন৷ এবার তার মধ্যে হলুদ গুঁড়ো, সম্বর মশলা এবং ওই মিশ্রণটি দিয়ে দিন৷ কষা হয়ে গেলে তাতে ভাত ঢেলে দিন৷ ভাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলুন৷ ব্যস, তৈরি হয়ে গেল টমেটো রাইস৷ এবার পাঁপড় অথবা রায়তা দিয়ে গরম গরম পরিবেশন করুন৷ আধঘণ্টা সময় ব্যয় করেই এমন সুস্বাদু খানা তৈরি করে বাড়ির ছোট থেকে বড় সকলের মন জয় করতে বাধ্য আপনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement