সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে করোনার দাপট। তার উপর আবার তীব্র গরম। দু’য়ে মিলে আমবাঙালির ত্রাহি ত্রাহি রব। তবে যা-ই হোক না কেন বাঙালি যে খাদ্যরসিক, সে বিষয়টি নতুন করে বলার কিছু নেই। এই গরমে তাই রসনাতৃপ্তিতে তৈরি করতে পারেন তরমুজের চাটনি (watermelon’s chutney)। রইল রেসিপি।
উপকরণ
তরমুজ (সাদা অংশ): ১/৪ কাপ
কাঁচালঙ্কা: ২টি (বড়)
তেঁতুল: ১ চামচ পেস্ট তৈরি করে নিতে হবে
তেল: ২ চামচ
নারকেল কুঁড়ো: ১ চামচ
রসুন: ১ কোয়া
নুন: ২ চিমটি
কালো সরষে: ১/৪ চামচ
অড়হর ডাল: ১/৪ চামচ
কারি পাতা: ৮-১০টি
প্রণালী
একটি কড়াইতে তেল গরম করুন। এবার তাতে তরমুজের সাদা অংশ, নারকলে কুঁড়ো, তেঁতুলের পেস্ট এবং কাঁচালঙ্কা দিয়ে দিন। হালকা আঁচে মিনিট তিনেক নাড়াচাড়া করুন। জল শুকিয়ে গেলে নামিয়ে নিন। এবার এবার এটি মিক্সিতে ভাল করে পেস্ট বানিয়ে ফেলুন।
এবার অন্য এটি পাত্রে আবার তেল গরম করুন। তালে অড়হর ডাল, সরষে ও কারি পাতা দিয়ে গরম করে নিন। হালকা আঁচে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করুন। এবার আগে তৈরি করা ওই পেস্টের মধ্যে তা ঢেলে দিন। ব্যস আপনার তরমুজ চাটনি তৈরি। এই কঠিন সময়েও এই চাটনি আপনার পরিজনদের মুখে হাসি ফোটাবেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.