Advertisement
Advertisement
Eco Park

নৌকাবিহারেই সেরে নিন নৈশভোজ, ইকো পার্কে লেকে নামছে ‘ডবল ডেক ক্রুজ’

লঞ্চটি ঘুরিয়ে দেখাবে ইকো পার্কের দ্রষ্টব্য এলাকাগুলি।

Dinner at Cruise to be started from 1 October at Eco Park | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 30, 2021 2:58 pm
  • Updated:September 30, 2021 8:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পুজো। পেট পুজোরও মরশুম বটে। আর বঙ্গবাসীর মনের রাস্তা তো গিয়েছে পেট হয়ে। তাই তাঁদের মন জয় করতে উৎসবের মরশুমে শহরে হাজির ‘ডিনার অ্যাট ক্রুজ’ (Dinner at Cruise)। পুজোর কোলাহল পেরিয়ে প্রিয়জনের সঙ্গে নৌকাবিহারের সুযোগ মিলছে ইকো পার্কে। সঙ্গে থাকছে দেশ-বিদেশের খানাখাজানা। তাও আবার খুব সামান্য খরচে। ব্যাপারটা কী?

নিউটাউনের বুকে বিশাল এলাকা নিয়ে রয়েছে সবুজে মোড়া ইকো পার্ক। তার মাঝেই রয়েছে বিরাট লেক। সেখানে তৈরি হয়েছে ক্যাফে একান্তে। এবার তাদের উদ্যোগেই শুরু হচ্ছে ‘ডিনার অ্যাট ক্রুজ’। ডবল ডেক লঞ্চে চড়ে লেকে ভ্রমণ করতে করতে সারা যাবে নৈশভোজ। লঞ্চটি ঘুরিয়ে দেখাবে ইকো পার্কের দ্রষ্টব্য এলাকাগুলি।

Advertisement

[আরও পড়ুন: পাহাড়ের মাঝেই সুইমিং পুল, পাশে খরস্রোতা নদী, পুজোয় পাড়ি দিতেই পারেন বিজনবাড়ি]

সোমবার বাদে সারা সপ্তাহেই মিলবে বিশেষ নৈশভোজের সুযোগ। কারণ, সোমবার ইকোপার্ক বন্ধ থাকে। অন্যান্য দিনের জন্য বুক মাই সো অ্যাপের মাধ্যমে কাটা যাবে টিকিট। লঞ্চে থাকছে দু’টি ডেক। আপার ডেকের টিকিট মাখাপিছু ১০০ টাকা। লোয়ার ডেকের টিকিটের দাম ৫০ টাকা। সেখানে বসেই মেনু দেখে অর্ডার করা যাবে খাবার। ভেজ এবং নন-ভেজ থালির দাম ৬৫০ টাকা। ক্যাফে একান্ত কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এক-একদিনের জন্য ভিন্ন ভিন্ন মেনু থাকবে। কোনও দিন থাই ফুড, কোনওদিন বাঙালি তো কোনওদিন মিলবে চাইনিজ খাবার।

 

[আরও পড়ুন: জানালায় উঁকি দেবে কাঞ্চনজঙ্ঘা, কম খরচে ঘুরে আসুন কালিম্পংয়ের সুন্তালে]

প্রতিদিন তিনটি করে ট্রিপ করবে লঞ্চটি। শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। রাত ন’টায় শেষ লঞ্চ ছাড়বে। লেকে ঘুরে বেড়ানো সময় মিলবে ৬০ মিনিট। পছন্দ মতো স্লট বুক করে নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগে আইফেল টাওয়ার জেটিতে পৌঁছে যেতে হবে। সেখান থেকেই ছাড়বে ‘ক্রুজ’টি। পুজোর আগে ১ অক্টোবর থেকে চালু হচ্ছে এই পরিষেবা।

আর দেরি কেন, প্রিয়জনের সঙ্গে একান্ত কিছুটা সময় কাটাতে আজই বুক করে ফেলুন ‘ডিনার অ্যাট ক্রুজ’-এর টিকিট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement