Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy

দুর্গাপুরে হাজির চ্যাম্পিয়ন্স ট্রফি! ছবি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের, ব্যাপারটা কী?

ভারতের জয়ের লক্ষ্যে বিভিন্ন জায়গায় চলছে যজ্ঞ, পুজোপাঠ।

Champions Trophy replica sweet made in Durgapur

ট্রফি এসেছে দুর্গাপুরে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:March 9, 2025 2:57 pm
  • Updated:March 9, 2025 5:04 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ঘিরে দেশজুড়ে চড়েছে উত্তেজনার পারদ। কিন্তু চূড়ান্ত লড়াই শেষের আগেই ভারতের মাটিতে চলে এল ট্রফি! তা দেখতে সাধারণ মানুষও ভিড় জমালেন। কেউ ট্রফির ছবি তুলতে ব্যস্ত তো কেউ তুলছেন সেলফি। দুর্গাপুর শহরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। তাক লেগেছে বাসিন্দাদের। ভাবছেন তো ব্যাপারটা কী? তাহলে একটু খোলসে করে বলা যাক।

Advertisement

দুবাইয়ের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। দেশজুড়ে টানটান উত্তেজনা। টিম ইন্ডিয়ার জয়ের লক্ষ্যে বিভিন্ন জায়গায় চলছে যজ্ঞ, পুজোপাঠ। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিদের নিয়ে উন্মাদনা তুঙ্গে। ব্যতিক্রম নয় দুর্গাপুর থানা এলাকাও। সেখানে কীভাবে এল ট্রফি? আসলে ওই এলাকার একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’। ছানা ও খোয়া দিয়ে তৈরি হয়েছে এই ট্রফির আদলে এক বিশালাকার মিষ্টি।

Champions Trophy replica sweet made in Durgapur
ট্রফি নিয়ে দোকানের মালিক। নিজস্ব চিত্র

বিরাট, রোহিতদের ফাইনালে ওঠার পরেই ভাবনাচিন্তা শুরু হয়। যেমন ভাবা তেমন কাজ। দোকানের কারিগররা ছানা, খোয়া, চিনি দিয়ে কাজ শুরু করেন। ধীরে ধীরে ট্রফির আদল আসতে থাকে। এই মিষ্টির ট্রফি তৈরি করতে সময় লেগেছে তিন দিন। খরচ হয়েছে ১০ হাজার টাকা। সেটি তৈরির জন্য ১০ কেজি ছানা আর খোয়া লেগেছে। কিন্তু কেন এই ভাবনা? দোকানের মালিক দীপক নাথ বলেন, “আই লাভ মাই ইন্ডিয়া। আমরা দেশকে ভালোবাসি সেজন্যই এই ট্রফি বানিয়েছি। আমরাও চাই দেশ চ্যাম্পিয়নস ট্রফি ছিনিয়ে নিক। সেজন্য এই ভাবনা।” কিন্তু কত দাম এই ট্রফির? দীপক নাথ জানিয়েছেন, কেবল দেখানোর জন্যই এটি বানানো হয়েছে। বিক্রির জন্য নয়।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement