Advertisement
Advertisement

Breaking News

Mango Pickle

গরমে আমের আচার তৈরি করবেন? এই ভুলগুলি করলেই দফারফা

আচার তৈরির ক্ষেত্রে আম এবং তেল নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

Avoid these mistakes while making mango pickle
Published by: Sayani Sen
  • Posted:March 23, 2025 7:20 pm
  • Updated:March 23, 2025 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেকার দিনে বাড়িতে মা-ঠাকুমারা আচার তৈরি করতেন। তার মধ্যে আমের আচার থাকতই। যদিও বর্তমান ব্যস্ততার যুগে সে রেওয়াজে কিছুটা হলেও ভাটা পড়েছে। একেবারে কেউ যে বাড়িতে আমের আচার তৈরি করেন না, তা নয়। সেক্ষেত্রে আচার তৈরির ক্ষেত্রে এই ভুলগুলি এড়িয়ে চলাই প্রয়োজন।

আচার তৈরির ক্ষেত্রে আম নির্বাচনে ভুল হয়ে গেলেই গণ্ডগোল। অতিরিক্ত পাকা আম ভুলেও নেবেন না। তাতে আচার অনেক বেশি কাদা কাদা হয়ে যাবে। একেবারে কাঁচা আম নিন। তাতে স্বাদ বাড়বে আচারের।

Advertisement

Mango

 

আম কেটে ধোবেন না। বাজার থেকে কিনে আনার পর বোঁটা কেটে ফেলুন। তা ভাল করে ধুয়ে ফেলুন। শুকিয়ে নেওয়ার পর আম কাটুন। এক্ষেত্রে অযথা তাড়াহুড়ো করবেন না।

Mango

 

আম কাটার পর তাতে নুন দিন। অন্যান্য মশলাও চাইলে দিতে পারেন। ভালো করে মিশিয়ে রোদে দিন। আম থেকে জল বেরবে। বেশ কয়েকদিন টানা রোদে রেখে জল শুকিয়ে নিন।

Mango-Pickle

এবার ওই আমগুলিকে তেলে ডোবানোর পালা। তেল বাছাইয়ের উপরেও আচারের স্বাদ নির্ভর করে। সরষের তেলে আমগুলি ডুবিয়ে দিন। তাতে স্বাদ বাড়বে আচারের।

Mango Pickle

ভালো আমের আচারের তৈরির ক্ষেত্রে ধৈর্য ধরতেই হবে। তেলে আম দেওয়ার পর কমপক্ষে সাতদিন রেখে দিতে হবে। আমগুলি তেলের সঙ্গে ভালো করে মেশার পর বাড়বে স্বাদ।

Mango-Pickle

তাই আর দেরি কীসের? এই গরমে বাড়িতে বানিয়ে ফেলুন আমের আচার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement