প্রতীকী ছবি
দিশা ইসলাম, সল্টলেক: কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা। মহিলার অ্যাকাউন্ট থেকে উধাও ২ লক্ষ ৩০ হাজার টাকা। ঝাড়খণ্ড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ।
জানা গিয়েছে, সম্প্রতি এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। তিনি জানান, একটি অপরিচিত নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। অপরপ্রান্ত থেকে বলা হয়, তাঁর অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করতে হবে। বিশ্বাস করে অপরিচিত ওই ব্যক্তিকে যাবতীয় তথ্য দেন ওই মহিলা। কিছুক্ষণের মধ্যেই ভাঙে ভুল। বুঝতে পারেন কী বিরাট বিপদ ঘটেছে। দেখেন অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ২ লক্ষ ৩০ হাজার টাকা। এর পরই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন মহিলা।
অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন সাইবার ক্রাইম থানার পুলিশ অপরাধীকে শনাক্ত করেন। জানতে পারেন, ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এই জালিয়াতি করা হয়েছে। এর পরই অভিযান চালিয়ে এই অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে জিৎ পাণ্ডে নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, বারবার পুলিশ ও প্রশাসনের তরফে আমজনতাকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে কোনওভাবে অপরিচিত কারও কাছে যেন ব্যাঙ্কের তথ্য না দেওয়া হয়। তা সত্ত্বেও বারবার একইভুল করেন অনেকে। যার মাশুলও গুণতে হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.