Advertisement
Advertisement

নারীদের একান্ত আপন এই জিনিসগুলি আসলে পুরুষদের!

এই পাঁচ সত্য যা জানলে আপনার চক্ষু জোড়া চড়ক গাছে উঠতে বাধ্য৷

Unbelievable: These 5 Products For Women Were Invented For Men
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 6:10 pm
  • Updated:June 6, 2019 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী-পুরুষ সমান সমান৷ তর্ক উঠলে, অনেকেই দিতে বসে যাবেন এর প্রমাণ৷ নারী-পুরুষের এই বৈষম্যের কারণ ব্যাখ্যা করা অতি বড় বোদ্ধার কাছেও দুঃসাধ্য৷ সাধ্যের মধ্যে যা আছে তা হল কিছু সত্য উদঘাটন৷ এমন পাঁচ সত্য যা জানলে আপনার চক্ষু জোড়া চড়ক গাছে উঠতে বাধ্য৷

১) স্যানিটারি ন্যাপকিন প্রত্যেক মহিলার জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ৷ কিন্তু, জানেন কী? মহিলা নয় পুরুষদের জন্যই হয়েছিল এই ন্যাপকিনের সূত্রপাত৷ ফরাসি যুদ্ধের সময় সেনাদের রক্তপাত বন্ধ করার জন্য জন্ম হয়েছিল এই ধরনের প্যাডের৷

Advertisement

Diesel-Filters

২) ‘হাই হিল’ মেয়েদের ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই এগিয়ে৷ কিন্তু, হাই হিলের চল শুরু হয়েছিল পুরুষদের হাত ধরেই৷ পার্শিয়ান যোদ্ধারা ঘোড়ায় চড়ার সময় পা-দানিতে পা আটকে রাখার জন্য জুতোয় একটু বাড়তি হিলের ব্যবস্থা হামেশা রাখতেন৷

635753805684673233-418810443_high heels

৩) গোলাপি রঙেই নারীর সৌন্দর্য্য মিলে মিশে একাকার হয়ে যায়৷ অথচ মেয়েদের একান্ত আপন এই রংটিই ১৮ শতকের আগে পুরুষত্বের প্রতীক হিসেবে ধরা হত৷ লাল রঙের পরিবর্ত হিসেবে ব্যবহার করা হত৷

the_pink_rose_of_love_roses__hd_wallpaper_download_160109122405

৪) প্রাচীন কালে কানের দুল শোভা বাড়াত পুরুষদেরই৷ পারস্যের রাজপ্রাসাদের যোদ্ধা থেকে মহাভারতের রথী-মহারথী সবাই কানে কুণ্ডল পড়তে ভালবাসতেন৷ এই পছন্দ এখনও পুরুষ মাঝে রয়ে গেছে৷

Very-beautiful-women-wearing-earrings-2

৫) থং৷ সাধারণ মহিলারাই ব্যবহার করে থাকেন নিম্নাঙ্গের এই বিশেষ অন্তর্বাস৷ কিন্তু, এর সূত্রপাতও হয়েছিল পুরুষদের মাধ্যমেই৷ সাধারণত ‘লঙ্গোট’কেই থং-এর পূর্বসূরি হিসেবে ধরা হয়ে থাকে৷

frida_blue_thong_back_1024x1024

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement