শাড়ির সঙ্গে ব্লাউজ হতে হবে মানানসই। শাড়ির দাম পাঁচশো হোক বা পাঁচ হাজার, তার সঙ্গে মানানসই ব্লাউজ না হলে পুরো সাজ মাটি। গত কয়েক বছরের ট্রেন্ডে ব্লাউজের দর বেড়েছে অনেকখানি। প্রত্যেকেই এখন এতটা সচেতন যে, যেমন- তেমন মেটিরিয়ালের তৈরি ব্লাউজ পরতে নারাজ। ওটাও হতে হবে ফ্যাশনেবল। রইল তারই কিছু সুলুকসন্ধান।
ব্যাক ডিজাইন
[ ফ্যাশনের সময় মাথার রাখুন এই বিষয়গুলি, নাহলে হতে পারে শারীরিক সমস্যা ]
স্লিভ্স ও মেটিরিয়াল
ফিট
ব্লাউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্লাউজ যাতে হয় পারফেক্ট ফিট, তারই জন্য হুকের জায়গা নিচ্ছে জিপ অর্থাৎ চেন। ফ্রন্ট বা ব্যাক ওপেন রাখার প্রয়োজন পড়ছে না অথচ ব্লাউজ গায়ে বসছে পারফেক্টলি, একচুল ঢিলে বা মিসফিট নয়। ইনবিল্ট কাপস-এর সঙ্গে থাকছে ওয়ারিং, তাতে বাস্ট লাইন আরও শেপলি দেখার সঙ্গে ক্লিভেজও ফ্লন্ট করা যায় পারফেক্ট রূপে।
[ পার্লারে যাওয়ার সময় নেই? ম্যানিকিওরের ঘরোয়া উপায় রইল আপনার জন্য ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.