Advertisement
Advertisement
Holi 2023

দোলের দিন মনের আনন্দে মাখুন রং, তবে অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলি

রইল দশ দফা দাওয়াই।

There are many dangerous side effects of Holi colours? Know how to prevent that | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 4, 2023 9:20 pm
  • Updated:March 4, 2023 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল খেলার আনন্দ উপভোগ করতে কে না চায়, কিন্তু দোলের রং আমাদের ত্বক ও চুলের ক্ষতি করেই। ওই ধরনের রংয়ে ত্বক রুক্ষ্ম হয়ে যায়, আর শরীরে কোনও ওপেন পোরস (Open Pores) থাকলে পোরসের ভিতরে রং বসেও  যায়। এমনকি মাঝেমধ্যে চুল ড্রাই ও ড্যামেজ হয়ে ডিসকালারও হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার সেনসিটিভ স্কিন (Sencitive Skin) হলে র‌্যাশ বেরিয়ে যায়। তাই দোল (Dol) খেলার আগে ও পরে দু’টো ক্ষেত্রেই কিছু বিশেষ সুরক্ষা নেওয়া জরুরি।

তবে দোল আনন্দের উৎসব। রঙের উৎসব। তাই চুল বা স্কিনের ক্ষতির ভয়ে  আনন্দে ভাটা ফেলবেন না। বরং তার জায়গায় চেষ্টা করুন কেমিক্যাল রং এড়িয়ে চলতে। কারণ বাজারচলতি রংয়ে মারকারি, লেড, মেটালিক অক্সাইড জাতীয় ক্ষতিকারক কেমিক্যাল (Chemical) থাকে। আবিরেও অনেক ক্ষতিকারক উপাদান থাকে ফলে ত্বকে অ্যালার্জি, ইরিটেশন হয়।

Advertisement

[আরও পড়ুন: জামিন কৌস্তভ বাগচির, আদালতে খারিজ পুলিশের আরজি

তাই এখন বাজারে যে ভেষজ রং (Herbal) বা আবির পাওয়া যাচ্ছে সেগুলো কেনার চেষ্টা করুন। কারণ অরগ্যানিক কালার ত্বকের জন্য খুব ভাল। তবে যদি কেমিক্যাল রং ব্যবহার করেন, সেক্ষেত্রে দোল খেলার আগে কয়েকটি নিয়ম মেনে চলুন। যেমন –

  • পুরো শরীর ঢাকবে এমন জামাকাপড় পরুন। ফুল স্লিভ কুর্তা, গলাবন্ধ জামাকাপড়, জিন্‌স ইত্যাদি।
  • রং খেলার আগে চুলে এবং ত্বকে ভাল করে নারকেল তেল বা অলিভ অয়েল মেখে নেবেন। কারণ, নারকেল তেল ও অলিভ অয়েল ঘন হয়।  ফলে রং সরাসরি ত্বকে লাগে না।
  • চুল টাইট করে বেঁধে ফেলবেন। তারপর মাথাটা কোনও সুতির কাপড় বা দোপাট্টায় ঢেকে নিন।
  • রং খেলার আগে ত্বকে ঘন কোনও ময়েশ্চারাইজিং ক্রিম মেখে নিতে পারেন। ‘এসপিএফ ৩০’ আছে এমন সানস্ক্রিন মাখলে ভাল। এছাড়া, ঠোঁটে পুরু করে লিপস্টিক বা বাম লাগিয়ে নিতে পারেন।
  • নখে একটু ঘন করে নেলপালিশ পরে রাখুন এতে রং বসবে না।
  • দোলের আগেই কোনও ফেশিয়াল বা ব্লিচ না করাই ভাল। কারণ এতে পোরস ওপেন হয়ে যায়। আর ওপেন পোরস থাকলে রং বেশি বসে যায়।
  • খেয়াল রাখবেন, রং খেলার সময় ত্বক যেন শুকিয়ে না যায়। সবসময় যেন ভেজা ভাব থাকে। দরকার হলে ভিজে টিস্যু ক্যারি করুন।
  • রং তুলতে সাবান ব্যবহার করবেন না। বরং ক্লিনজিং মিল্ক বা টক দই ব্যবহার করুন। নারকেল তেল দিয়েও রং ভাল উঠবে।
  • মুখের বা হাত-পায়ে রং জোর করে ঘষে তুলবেন না। বেসন মুখে লাগিয়ে রাখতে পারেন। তারপর হালকা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন।
  • পারলে স্নানের পর অলিভ অয়েল বা বেবি অয়েল মাসাজ করে ময়েশ্চারাইজার মেখে নিন।
  • আর চোখে কেমিক্যাল কালার চলে গেলে অবশ্যই জালের ঝাপটা দিন বা গোলাপজলের ঝাপটা দিন।

[আরও পড়ুন: আগামী বছরই নিঃস্ব হয়ে যাবে রাশিয়া! বিস্ফোরক দাবি রুশ ধনকুবেরের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement