সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল খেলার আনন্দ উপভোগ করতে কে না চায়, কিন্তু দোলের রং আমাদের ত্বক ও চুলের ক্ষতি করেই। ওই ধরনের রংয়ে ত্বক রুক্ষ্ম হয়ে যায়, আর শরীরে কোনও ওপেন পোরস (Open Pores) থাকলে পোরসের ভিতরে রং বসেও যায়। এমনকি মাঝেমধ্যে চুল ড্রাই ও ড্যামেজ হয়ে ডিসকালারও হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার সেনসিটিভ স্কিন (Sencitive Skin) হলে র্যাশ বেরিয়ে যায়। তাই দোল (Dol) খেলার আগে ও পরে দু’টো ক্ষেত্রেই কিছু বিশেষ সুরক্ষা নেওয়া জরুরি।
তবে দোল আনন্দের উৎসব। রঙের উৎসব। তাই চুল বা স্কিনের ক্ষতির ভয়ে আনন্দে ভাটা ফেলবেন না। বরং তার জায়গায় চেষ্টা করুন কেমিক্যাল রং এড়িয়ে চলতে। কারণ বাজারচলতি রংয়ে মারকারি, লেড, মেটালিক অক্সাইড জাতীয় ক্ষতিকারক কেমিক্যাল (Chemical) থাকে। আবিরেও অনেক ক্ষতিকারক উপাদান থাকে ফলে ত্বকে অ্যালার্জি, ইরিটেশন হয়।
তাই এখন বাজারে যে ভেষজ রং (Herbal) বা আবির পাওয়া যাচ্ছে সেগুলো কেনার চেষ্টা করুন। কারণ অরগ্যানিক কালার ত্বকের জন্য খুব ভাল। তবে যদি কেমিক্যাল রং ব্যবহার করেন, সেক্ষেত্রে দোল খেলার আগে কয়েকটি নিয়ম মেনে চলুন। যেমন –
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.