Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan Jawan Skin Care

পাঁচ মিনিটে হয়ে যান শাহরুখের মতো ঝকঝকে, ‘জওয়ান’ ঝড়ের মাঝে ফাঁস বাদশার রূপরহস্য

'জওয়ান' দেখতে যাওয়ার আগে অবশ্য়ই ট্রাই করুন এই ফেসপ্য়াক।

try this face pack like Shahrukh Khan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 6, 2023 7:47 pm
  • Updated:September 6, 2023 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ থাকেন অলওয়েজ ফিটফাট। লম্বা চুলে টেরি কাটেন, কখনও রাখেন দাড়ি, কখনও ক্লিন সেভড। ঝকঝকে ব্যাপারটা বরাবরই শাহরুখের পছন্দের বিষয়। জানেন কি ঝকঝকে থাকার জন্য রোজ রূপচর্চায় কী কী করেন শাহরুখ?

ত্বক ঝকঝকে রাখতে শাহরুখের প্রধান হাতিয়ারই হল জবরদস্ত ফেসপ্যাক। যার মূল উপাদান দুধ, মধু ও বেসন। হ্যাঁ, সূত্র বলছে স্ত্রী গৌরী খানের পরামর্শেই নাকি বাড়িতেই রূপচর্চা সেরে নেন শাহরুখ।

Advertisement

কিছু পরিমাণ নিমপাতা নিয়ে নিন। ভাল করে নিমপাতা ধুয়ে, মিক্সিতে ঘুরিয়ে নিন। এবার সেই নিমপাতার সঙ্গে মিশিয়ে নিন দু’ চামচ মতো টক দই, অর্ধেক কাপ কাঁচা দুধ। ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ সপ্তাহে তিন দিন মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন আপনার মুখ একেবারে ঝকঝকে হয়ে গিয়েছে।

Shah Rukh Khan gave befitting reply to Netizen who trolled Jawan star for age

[আরও পড়ুন: শিফন শাড়িতে গ্ল্যামারাস পাওলি, মুক্তো ঝরা হাসিতেই বাজিমাত ‘ফ্যাশনিস্তা’ নায়িকার]

Gauri Khan gives a sneak peek of Shah Rukh Khan’s library

রয়েছে আরেকটিও ফেসপ্যাক। বেসনের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিন। একটু মধুও দিতে পারেন। বাইরে থেকে এসে রোজই ব্যবহার করুন এই ফেসপ্যাক। দেখবেন মুখের জেল্লা ফিরে যাবে। 

[আরও পড়ুন: সব্যসাচীর ডিজাইনার শাড়ি, মুক্তোর গয়নায় রানি যেন আদতেই ‘স্টাইলিস্ট মহারানি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement