Advertisement
Advertisement

Breaking News

Carot Face Pack

রোদে পুড়ে ত্বক হচ্ছে কালো? গাজরের রসেই ফিরবে জেল্লা, রইল টিপস

ম্যাজিকের মতো কাজ করবে এই ফেসপ্যাক।

try these Carot Face Pack for healthy Skin
Published by: Akash Misra
  • Posted:April 6, 2024 4:58 pm
  • Updated:April 6, 2024 4:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম বাড়ছে চড়চড়িয়ে। রোদের তেজে পুড়ছে ত্বক। সানস্ক্রিন মেখেও লাভ তেমন হচ্ছে না। নো চিন্তা রান্নাঘরের জিনিস দিয়েই দূর করতে পারেন রোদে পোড়া ভাব। আর এ ব্যাপারে গাজরের রসেই হবে সমস্যার সমাধান।

১) এক চামচ মধুর সঙ্গে আধ কাপ গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

Advertisement

৩) অর্ধেক শসার পেস্ট ও অর্ধেক গাজরের পেস্ট একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখুন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৪) আধা কাপ গাজরের পেস্ট এবং এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫) টক দইয়ের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

[আরও পড়ুন: চরম গরমে ত্বকে আনবে দীপ্তি, তরমুজে সেরে ফেলুন রূপটান, রইল টিপস]

৬) এক চামচ ওটসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৭) গাজরের পেস্টের সঙ্গে মধু মিশিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। দেখবেন চট জলদি ট্যান দূরে হবে।

৮) তবে শুধু গাজর লাগালেই হবে না। খেতেও হবে। সকালবেলা খালি পেটে গাজরের রস খান। দেখবেন, এক সপ্তাহের মধ্যেই ত্বকে ঝকঝকে ভাব আসবে।

[আরও পড়ুন: ‘হিজাবের দেশে’ ভাঙল গোঁড়ামির শিকল! Miss Universe প্রতিযোগিতায় সৌদির সুন্দরী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement