সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে মরিয়া এখন সবাই। রূপচর্চায় যেন নয়া বিপ্লব ঘটিয়েছেন কোরিয়ানরা। আর এবার চিনাদের থেকে নতুন আরও এক কায়দা শিখল নতুন প্রজন্ম। অনলাইনের দৌলতে এখন অনেকেই ‘গুয়ে শা’ স্টোনের ব্যবহারে হাত পাকিয়ে ফেলেছেন। আপনিও বা কেন থাকবেন পিছিয়ে। কী এই ‘গুয়ে শা’? কীভাবেই বা এর ব্যবহার করবেন? এর উপকারিতা কী কী?
‘গুয়ে শা’ হল ক্রিস্টাল, পশুর শিং বা হাড় থেকে তৈরি একধরনের স্টোন। এই স্টোনের সাহায্য়েই মাসাজ করতে হয়। তবে এই স্টোন ব্যবহার করার আগে গলায়, মুখে জেল বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলেই সঠিক কাজ দেবে এই স্টোন।
প্রথমেই জানিয়ে রাখা ভালো। আজকাল অনলাইনে এই স্টোন খুবই সহজে পেয়ে যাবেন। দামও কিন্ত বেশি নয়। তিনধরনের বা বলা ভালো তিন আকারের হয়ে থাকে ‘গুয়ে শা’ স্টোন। তবে প্রয়োজনে একটাই কিনে নিন। তাহলেই হবে।
কী কী কাজ করে এই ‘গুয়ে শা’ স্টোন?
১) এই পদ্ধতিতে মাসাজ করে বার করে আনা হয় ত্বকে জমে থাকা সমস্ত বর্জ্য পদার্থ। ত্বকে জমে থাকা মরা চামড়া, ব্ল্যাক হেডস ইত্যাদি বার করে ত্বককে তোলে মসৃণ ও ঝকঝকে।
২) বিশেষ পদ্ধতির মাসাজ ত্বককে টানটান করে। দূর করে বয়সের চিহ্ন। নিয়মিত এই রূপচর্চা ফাইন লাইনস ও রিঙ্কেলের সমস্যা দূর করে।
৩) যেহেতু এই মাসাজ ত্বককে স্ট্রেস থেকে মুক্তি দেয় ফলে সহজেই সরে যায় ডার্ক সার্কেলস বা চোখের নীচের কালো দাগ। ত্বক থেকে ফ্লুইড বেরিয়ে যাওয়ার ফলে তরতাজা থাকে ত্বক।
৪) বিভিন্ন ক্রিম বা প্যাক ব্যবহার না হওয়ার ফলে এই পদ্ধতি ত্বকের ওপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ফেলে না।
‘গুয়ে শা’ স্টোন কিনে অবশ্যই ভালো করে পড়ে নিন মাসাজের নিয়ম। কারণ, ভুলভাবে মাসাজ করলে কিন্ত উপকারের জায়গায় অপকার হতে পারে। খেয়াল রাখুন এই স্টোন ব্যবহারের পরে ত্বকে কোনওরকম অ্য়ালার্জি হচ্ছে কিনা। যদি তা হয়, অবশ্যই এটি ব্যবহার বন্ধ করে দিন। সপ্তাহে দুদিন মাত্র ব্যবহার করলেই ম্যাজিকের মতো কাজ করবে গুয়ে শা স্টোন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.