Advertisement
Advertisement
Tollywood fashion

‘উইমেন ইন ব্ল্যাক’! ব্রালেট হটপ্যান্টে মনামী, ব্লেজার-লেস শর্টসে সোহিনী, টলিপাড়ার ফ্যাশন কড়চা

আপনার নজর কাড়ল কোন টলিসুন্দরী? জানান কমেন্ট করে।

Tollywood women in black, Sohini sarkar, Monami Ghosh gives fashion goals
Published by: Sandipta Bhanja
  • Posted:August 5, 2023 6:03 pm
  • Updated:August 5, 2023 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা কিংবা কালো, বা মনোক্রম ফ্যাশন এখন বেশ ইন। আর ফ্যাশন ট্রেন্ডে কালো রঙের কদর কোনওদিনই কম হয়নি! এবার টলিপাড়ারল দুই সুন্দরী নজর কাড়লেন কালো পোশাকে। থাইল্যান্ডে ব্রালেট হটপ্যান্টে যখন নেটপাড়া কাঁপাচ্ছেন মনামী ঘোষ, তখন নিউইয়র্কের রাস্তায় ব্লেজার-লেস শর্টসে যেন লাস্যময়ী সোহিনী সরকার।

বয়স চল্লিশ ছুঁইছুই করলেও গ্ল্যামার বিন্দুমাত্র চালসে হয়নি মনামী ঘোষের। বরং বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নায়িকার গ্ল্যামার। তাঁর চাবুক ফিগারের চাবিকাঠি জানতে অনেকেই আগ্রহী। মাঝেমধ্যেই বোল্ড লুকে নেটপাড়া সরগরম করেন মনামী। এবার ক্রচেট ম্যাটেরিয়ালের কালো ব্রালেটের সঙ্গে হটপ্যান্ট পড়ে নেটদুনিয়ার উষ্ণতা বাড়িয়ে দিলেন অভিনেত্রী। ওয়ার্ড্রোবে শর্ট কোঅর্ড সেট রাখতে চাইলে একবার চোখ বুলিয়ে নিন মনামী ঘোষের ফ্যাশন ট্রেন্ডে।

Advertisement

প্রসঙ্গত, ক্রুশেক কাজ এখব ফ্যাশন দুনিয়ায় বেশ ট্রেন্ডিং। তা সে ক্রপ টপ হোক কিংবা বিকিনি বা ব্রালেট থেকে ব্যাগ, ক্রচেট সুতোর রংবাহারি নকশা এখন বাজার কাঁপাচ্ছে। হালফিলের সেই ট্রেন্ডেই গা ভাসালেন মনামী ঘোষ। টলিপাড়ার আরেক অভিনেত্রী সোহিনী সরকারকে দেখা গেল আদ্যোপান্ত ওয়েস্টার্ন লুকে। নিউইয়র্কের রাস্তায় কালো পোশাকে ফটোশুট করে তিনি রীতিমতো ফ্যাশন গোল সেট করলেন।

[আরও পড়ুন: প্রিন্টেড পোশাক দেখলেই ভ্রু কোঁচকান! নায়িকাদের সম্ভার দেখলে হিংসে হবে]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

পরনে কালো লেসের শর্টস আর তার সঙ্গে টিম আপ করেছেন কালো ওভারসাইজড ব্লেজার। ভিতরে সাদা ক্রপ টপ। চশমার ফ্রেম থেকে কাঁধের ব্যাগও কালো। এই মনোক্রম ফ্যাশনে যে দিব্যি মানিয়েছে সোহিনীকে, তা বলাই বাহুল্য। তাঁর মিষ্টি হাসি আর সৌন্দর্যের প্রেমে বারবার পড়েছেন পুরুষরা। দেশি লুকে যেমন চমক দেন তেমন পশ্চিমী পোশাক ক্যারি করতেও তাঁর জুড়ি মেলা ভার! সম্প্রতি টাইমস স্কোয়ারের সামনে দাঁড়িয়ে বেশ কিছু তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোহিনী। সেখানেই নজর কাড়ল তাঁর মনোক্রম ফ্যাশন। আপনার নজর কাড়ল কোন টলিসুন্দরী? জানান কমেন্ট করে।

[আরও পড়ুন: শিফন শাড়ি-স্লিভলেস ব্লাউজ, পুজোয় সাজবেন নাকি ‘রানি’ আলিয়ার মতো? রইল টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement