Advertisement
Advertisement
Swastika Mukherjee

টলিপাড়ার ‘ফ্যাশন ক্যুইন’! হ্যান্ডলুম শাড়ি, রুপোর গয়নায় বাজিমাত স্বস্তিকা মুখোপাধ্যায়ের

স্নিগ্ধ সাজের টিপস নিন অভিনেত্রীর কাছ থেকে।

Tollywood actress Swastika Mukherjee's Saree Fashion | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 22, 2023 6:15 pm
  • Updated:July 22, 2023 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছক ভাঙা সাজ মানেই স্বস্তিকা মুখোপাধ্যায়। আনকোরা সাজপোশাকে বারবারই তিনি ট্রেন্ড সেট করে এসেছেন। অভিনয় ছাড়াও নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময়ে খবরের শিরোনামে তিনি। তাঁর শাড়ি, ব্লাউজের কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়া জোগাড় হয়। গয়নার কালেকশনও নেহাত মন্দ নয়! সোনা, রুপো, হালফিলের রকমারি গয়নার সম্ভার অভিনেত্রীর কাছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের স্নিগ্ধ সাজপোশাকের বারবার মুগ্ধ হন অনুরাগীরা।

কখনও হালকা সুতির শাড়ির সঙ্গে জমকালো সুতোর কাজ করা ব্লাউজ, আবার কখনও বা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে মানানসই গয়নায় নেটদুনিয়ার ব়্যাম্প কাঁপান তিনি। সাহস আর আভিজাত্যের এক অদ্ভুত মেলবন্ধন থাকে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাজপোশাকে। মাঝেমধ্যেই শাড়ি পরে মোহময়ী রূপে ধরা দেন অভিনেত্রী।

Advertisement

এবারও স্টাইলিং এবং ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেন স্বস্তিকা। পরনে সাদা রঙের শাড়ি। সবুজ পাড় আর গোটা জমিনে নীল সুতো দিয়ে কাজ এক অতিরিক্ত আভিজাত্যের ছোঁয়া দিয়েছে হ্যান্ডলুম শাড়িতে। তার সঙ্গে গ্লসি তসর ম্যাটেরিয়ালের হল্টারনেক ব্লাউজ। গলায়-কানে মাছের নকশাকাটা হার, ঝুমকোজোড়া। নাকে রুপোলি নথ। কপালে বেগুনি টিপ। খোপায় বাঁধা ফুল। আর মোটা ফ্রেমের চশমা। মিনিমাল মেকআপে স্নিগ্ধ সুন্দরী হয়ে উঠেছিলেন স্বস্তিকা। এই শাড়িটা ডিজাইনার অভিষেক রায়ের কালেকশনের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jalsaghar_calcutta (@jalsaghar_calcutta)

[আরও পড়ুন: ‘উফফ গরম…’! পিঠখোলা ব্লাউজ, সিক্যুইন শাড়িতে মিমিকে দেখে কুপোকাত পুরুষ ভক্তরা]

পরমা ঘোষের কালেকশনের লাল পাড় সাদা শাড়ি পরেও আরেকটা ফ্যাশন ফটোশুট করেছেন স্বস্তিকা। আসলে সবরকম পোশাকেই বেশ সাবলীল স্বস্তিকা মুখোপাধ্যায়। সিনেমার শুটিংয়ে নিজের মায়ের শাড়ি-গয়নাও পড়েন অভিনেত্রী। সেপ্রসঙ্গে স্বস্তিকা মন্তব্য, “মায়ের জিনিস পড়লে মনে হয়, মা সবসময়ে আমার সঙ্গেই আছেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parama (@parama_g)

[আরও পড়ুন: উন্মুক্ত বক্ষ বিভাজিকা, খোলা চুল! গোলাপি পোশাকে ঋতাভরী যেন ‘বার্বি ডল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement