Advertisement
Advertisement
Summer Hairstyle

গরমে চুল নিয়ে নাজেহাল? রকমারি হেয়ার স্টাইলের টিপস রইল ফ্যাশনিস্তাদের জন্য

আরাম হবে, সঙ্গে ফ্যাশনও।

Tips for summer hairstyle
Published by: Sandipta Bhanja
  • Posted:April 19, 2024 4:51 pm
  • Updated:April 19, 2024 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে অসহ্য গরম! সঙ্গে ঘাম, খুবই অস্বস্তিকর পরিস্থিতি। সেইকারণে অনেকেই চুল ছোট করে কেটে ফেলেন। কিন্তু এত সাধ্য-সাধনা করে লম্বা করা চুল না কেটে যদি চুল বাঁধার স্টাইলই আপনাকে স্বস্তি দেয়, তাহলে ক্ষতি কি? তাই এই গরমে হেয়ার স্টাইলিংয়ের টিপস দেওয়া হল। ফ্যাশনও হবে আবার গরম থেকেও স্বস্তি পাবেন।

ফ্রেঞ্চ বেণি- ছোট-বড় সব সাইজের চুলেই এই বেণি খুব সুন্দরভাবে করা যায়। ফ্রেঞ্চ বেণি করতে হলে প্রথমেই চুলগুলো ভালোভাবে আঁচড়ান। এরপর মাথার ওপরের মাঝখানের অল্প কিছু চুল নিয়ে তা তিন ভাগে ভাগ করুন। সেই চুল দিয়েই মাথার সামনের থেকে বেণি শুরু হবে। কিছুদূর বেণি করার পর বাকি চুলগুলো থেকে আবার আঙুলের সাহায্যে মাথার উভয় পাশ থেকে অল্প কিছু চুল নিয়ে আগের বেণির সঙ্গে যোগ করতে হবে। এভাবে পর্যায়ক্রমে অল্প করে চুল নিয়ে ঘাড় পর্যন্ত আসবে। এরপর নিচের দিকের লম্বা চুলগুলো নিয়ে পুরো চুল বেণি করে নিতে হবে। চাইলে সামনের দিকে পাফ করে নিতে পারেন একটু। কয়েকটি লকস ছেড়ে রাখতে পারেন। যে কোনো পোশাকের সঙ্গে এ স্টাইলটি বেশ মানানসই।

Advertisement

রিবন টুইস্ট- পুরো চুল আঁচড়ে মাথার একপাশে নিয়ে আসুন। যে পাশে চুল থাকবে না, সেই পাশে পিন দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। এবার একপাশে আনা চুলগুলো ব্যান্ড দিয়ে পনিটেল করে নিতে হবে। পনিটেল করা চুলগুলো যে কোনও স্টাইলিস্ট ফিতে দিয়ে পেঁচিয়ে নিচের দিকের কিছুটা গোছা ছেড়ে রাখতে হবে।

খোঁপা- যাদের চুল খুব লম্বা তাঁরা সহজেই করে ফেলতে পারেন খোঁপা। অনেকেই কয়েক প্যাঁচ দিয়ে খোঁপা করে থাকেন। সুতি শাড়ির সঙ্গে এই খোঁপা খুব মানায়। খোঁপার পাশেই যদি গুঁজে দেওয়া যায় বেলি ফুলের মালা, তবে তো কথাই নেই। গরমে স্বস্তি আর ফ্যাশন উভয়ই হবে। প্রয়োজনে স্প্রে দিয়ে চুল আটকে নিন।

[আরও পড়ুন: চরম গরমে থাকুন একেবারে ঠান্ডা, ট্রাই করুন এই ৩ রকম স্নান]

পনিটেল- গরমে একটু উঁচু করে চুল বাঁধতে চাইলে পনিটেল সবচেয়ে সহজ উপায়। অপেক্ষাকৃত গোল মুখের সঙ্গে পনিটেল বেশি ভালো লাগে। নানা নামে পনিটেলের আছে রকমফের। সহজে এবং তাড়াতাড়ি চুল বাঁধার উপায় হল পনিটেল। ছোট ক্লাচার ক্লিপ বা পাঞ্চ ক্লিপ দিয়ে কিছু চুল আটকে পুরো চুলটা পনিটেল করে রাখা যায়। চাইলে সামনের চুলগুলো টুইস্ট করে আটকে নিন। আবার সব চুল টেনে উঁচু করে পনিটেলও করতে পারেন। এটা নিত্যদিনের হেয়ার স্টাইল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement