Advertisement
Advertisement

Breaking News

Tamannaah Bhatia

আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইনার ‘মুঘল সেহেরা’য় নজরকাড়া তামান্না ভাটিয়া

বিয়ের মরশুমে এই লুক ক্রিয়েট করতে পারেন আপনিও।

Tamannaah Bhatia in Abu Jani, Sandeep Khosla's Mughal sehra
Published by: Sandipta Bhanja
  • Posted:January 15, 2025 8:55 pm
  • Updated:January 15, 2025 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামান্না ভাটিয়া বরাবরই ফ্যাশন সচেতন। এবার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি, সন্দীপ খোসলার তৈরি পোশাক ‘মুঘল সেহেরা’ পরে মার্জার সরণিতে মুগ্ধ করলেন অভিনেত্রী। আইকনিক এই পোশাকে রয়েছে মুক্তোর ট্যাসেল-দেওয়া একটি কুর্তি এবং দুটো বাঁধনি দোপাট্টার সঙ্গে একটি ঘরারা। জারদোজির কাজ করা পোশাকের হাতায় সূক্ষ্ম মুক্তোর ট্যাসেল লুককে আরও নজরকাড়া করে তুলেছিল।

‘সেহেরা’ মূলত একটি ঐতিহ্যবাহী পোশাক যা বিয়ের সময় অশুভ দৃষ্টি এড়াতে পরানোর রীতি রয়েছে। স্টাইলিস্ট জাহ্নবী পল্লীচা জানালেন, সাধারণত ফুল, বিডস, মুক্তোর ট্যাসেল দিয়ে তৈরি এই পোশাক হিন্দু বিয়ের রীতিতে একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বিশেষ করে ‘সেহেরাবন্দি’ অনুষ্ঠানের সময়ে। মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে মুঘল সেহেরা তৈরি করা হয়েছে। এই পোশাকের রাজকীয় ডিজাইনই নতুন ফ্যাশন স্টেটমেন্ট যোগ করেছে।

Advertisement

লাল রঙের বাঁধনি প্রিন্টের পোশাকে লাস্যময়ী তামান্নার মতো লুক ক্রিয়েট করতে পারেন আপনারাও। বিয়ের মরশুমে শাড়ি কিংবা অন্যান্য ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি শারারা গোছের সেহেরা আপনিও পরতে পারেন। মেকআপও হোক পোশাকের সঙ্গে মিলিয়ে। কোরাল শেডের লিপস্টিকে রাঙানো ঠোঁট, মাস্কারা-কোটেড অক্ষিপল্লব। গ্ল্যাম লুকে সত্যিই যেন মুক্তোর মতো দ্যুতি ছড়ালেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub