Advertisement
Advertisement
ট্যান

ঘরোয়া উপায়ে মাত্র ১০ মিনিটে দূর করুন ট্যান, রইল টিপস

টিপস মেনে চললে আপনি মোহময়ী হয়ে উঠতে বাধ্য৷

Some natural ways to remove tan from your skin
Published by: Sayani Sen
  • Posted:June 23, 2019 5:34 pm
  • Updated:June 24, 2019 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে বর্ষারানি রাজ্যে প্রবেশ করেছে৷ তবে এখনও বৃষ্টি সেভাবে শুরু হয়নি৷ কমেনি আর্দ্রতাজনিত অস্বস্তি৷ সূর্যের চোখরাঙানিও রয়েছে একইরকম৷ আর এই রোদে ত্বকের দফারফা৷ সানস্ক্রিন মেখে বেরনোর পরেও ট্যান যেন বাড়তি পাওনা ফ্যাশনিয়েস্তাদের৷ ঢাকা পোশাকের ক্ষেত্রে না হয় ট্যান পড়া ত্বকেও কাজ মিটে গেল৷ কিন্তু খোলামেলা পোশাকে আয়না কিংবা ভিড়ের মাঝে গেলেই মন খুঁতখুঁত৷ সুন্দর ত্বকের এই অবস্থা দেখে মনের কোণে কষ্টের সীমা নেই৷ কিন্তু বাড়িতে বসে কষ্ট পেলে তো আর হবে না৷ তার পরিবর্তে ঘরোয়া উপায়েই হয়ে উঠুন আরও বেশি মোহময়ী৷ আপনার জন্য রইল টিপস৷

[ আরও পড়ুন: টাইট জিনস নয়, মেকআপ হোক ন্যাচরাল- গরমে সাজগোজের টিপস দিলেন বিশেষজ্ঞরা]

শশা: সপ্তাহের প্রতিদিন অফিস৷ তার মানেই বাইরে বাইরে ঘোরা৷ ব্যস্ত জীবনে পাল্লা দিতে গিয়ে ক্রমশই কমছে ঘুম৷ সপ্তাহান্তে চোখের নিচে কালি, মুখে কালো ছোপ৷ ক্লান্তি যেন স্পষ্ট৷ এই পরিস্থিতিতে চটজলদি ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে একমাত্র ভরসা শশা৷ কিন্তু কীভাবে ব্যবহার করবেন শশা? পাতলা করে শশা কেটে নিন৷ তারপর কিছুক্ষণ হালকা হাতে গালে ঘসতে শুরু করুন৷ মিনিট দশেক গালের উপর ওই শশার আস্তরণ লাগিয়ে রাখুন৷ শশাগুলির রস শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন৷

Advertisement

CUCUMBER
হলুদ-বেসন-দই: প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই হলুদ, বেসন, দইয়ের জোগান থাকে৷ আপনার ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনার জন্য এই তিনটি উপকরণকে অবহেলা করবেন না৷ একটি পাত্রে হলুদ, বেসন এবং দই এক চামচ করে নিন৷ অল্প জল দিয়ে পেস্ট তৈরি করুন৷ ব্রাশ অথবা হালকা হাতে চোখ বাদ দিয়ে গোটা মুখে মাখুন৷ শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ পরিষ্কার করুন৷ আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আবার আগের আমিকে খুঁজে পান কি না?

TURMERIC

মধু-লেবু: আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে আনার জন্য মধু এবং লেবুর কোনও বিকল্প নেই৷ একটি পাত্রে দু’চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মেশান৷ পনেরো মিনিট ধরে ত্বকে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷ কয়েকদিন এই মিশ্রণের একটানা ব্যবহারে আপনি হয়ে উঠতে পারেন মোহময়ী৷

[ আরও পড়ুন: শরীরে এদিক-ওদিক থেকে উঁকি মারছে অতিরিক্ত মেদ? ব্যবহার করুন শেপওয়্যার]

HONEY

দুধ: কোনও ফেসওয়াশ নয়, শুধুমাত্র দুধের ব্যবহারেই আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল৷ একটি বাটিতে অল্প কাঁচা দুধ নিন৷ তুলো দিয়ে ভাল করে গোটা মুখে মাখুন৷ ১০মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷ এই উপায়ে ত্বকের উজ্জ্বলতা ফেরা বাধ্যতামূলক৷

MILK

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement