সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় মায়ের হাতে চড় খেয়েছেন? তাহলে আপনার ভালই হয়েছে। কারণ এতেই হয়তো আপনার ত্বকের জেল্লা বেড়েছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আর ঠিকই লেখা হচ্ছে। রূপচর্চার অন্যতম উপায় স্ল্যাপ থেরাপি (Slap therapy)। বাংলায় বলতে গেলে চড় থেরাপি। অর্থাৎ নিয়মিত চড় খেলেই বাড়বে আপনার ত্বকের জেল্লা। বলছেন বিশেষজ্ঞদের একাংশ।
কী এই চড় থেরাপি? কোথায় এর সূত্রপাত? বলা হয়, কোরিয়ায় এই থেরাপি শুরু। সেখানেই তুমুল জনপ্রিয়তা পায় রূপচর্চার এই উপায়। তবে হ্যাঁ, যেমন-তেমনভাবে চড় মারলে চলবে না। চেহারার নার্ভ বুঝে তারপর মারতে হবে। হাতের তালু দিয়ে চড়টি মারতে হবে। আর এমনভাবে মারতে হবে যাতে খুব বেশি ব্যথা না লাগে। তবেই কাজ হবে।
কী লাভ হয় এই চড় থেরাপিতে? নিয়মিত এভাবে চড় খেলে রক্ত সঞ্চালন ভাল হয়। এতেই ত্বকের জেল্লা বাড়ে। শুধু চড় নয় হালকা চিমটি কাটাও ভাল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে ত্বক টানটান থাকে। কুঁচকে যায় না। অনেকে এই থেরাপি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করেন। এখন আর শুধু কোরিয়ায় এই চড় থেরাপি সীমাবদ্ধ নয়। সারা বিশ্বের এর খ্যাতি ছড়িয়ে পড়ছে। অনেকেই এ পদ্ধতি অবলম্বন করছেন।
সৌন্দর্য বজায় রাখা মোটেও সহজ কম্ম নয়। এর জন্য অনেক কিছুই করতে হয়। কেউ পার্লারের দ্বারস্থ হন, কেউ আবার ঘরোয়া টোটকায় বিশ্বাস করেন। এতকিছু যখন করেন, তখন আপনিও এই চড় বা স্ল্যাপ থেরাপিও প্রয়োগ করে দেখতে পারেন। তবে অবশ্যই নিজের নিরাপত্তার কথা খেয়ালে রাখবেন। খুব বেশি জোরে চড় মেরে ফেলবেন না যেন! চেহারা আপনারই। এ কথাটি রাখবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.