সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম ভাতে ঘি! আহা, সে স্বাদ ভোলার নয়। কিন্তু সেই যদি বলা হয়, ঘি খাবেন না, বরং মুখে মেখে ফেলুন! হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে জেল্লা ফেরাতে ঘি কিন্তু দারুণ কাজ করবে। কীভাবে মাখবেন? রইল টিপস
১) ঘি ১ চামচ, কফি, বেসন, হলুদ আর চিনি মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। তার পর কিছুক্ষণ রেখে উষ্ণজলে মুখ ধুয়ে নিন। দেখবেন পাঁচ মিনিটেই ফিরবে ত্বকের জেল্লা।
২) ঘুম থেকে উঠে অল্প একটু ঘি মেখে নিন মুখে। তার পর কিছুক্ষণ রেখে একটা ভেজা কাপড়ে মুখ মুছে নিন। দেখবেন সারা দিন ত্বকে একটা জেল্লা বজায় থাকবে।
৩) ঘিয়ের সঙ্গে একটু জাফরান মিশিয়ে নিন। তার পর পনেরো মিনিট মাসাজ করুন। দেখবেন চটজলদি সারা মুখে জেল্লা ফিরে আসবে।
৪) ঘিয়ের মধ্যে কমলালেবুর খোসা দিয়ে অল্প করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেটা ত্বকে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে ধুয়ে ফেলুন। দেখবেন সারাদিন তরতাজা লাগবে।
৫) একটি পাত্রে দুচামচ ঘি নিয়ে হালকা করে ঘি গরম করে নিন। রাতে শোয়ার আগে, সেই ঘি ঠান্ডা হয়ে গেলে ভালো করে মুখে মেখে নিন। ৫ মিনিট মতো মাসাজ করুন। তার পর উষ্ণ জলে মুখ ধুয়ে, ময়েশ্চারাইজার মেখে নিন।
৬) এক চামচ ঘিয়ের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন। একটি তুলোতে সেই মিশ্রণ মাখিয়ে সারা মুখে মেখে নিন। ৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন ত্বক ঝটপট ঝকঝকে হয়ে উঠবে।
৭) এক চামচ ঘিয়ের সঙ্গে আধখানা কলা চটকে মেখে নিন। তার পর রাতে শোয়ার আগে ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়ে সেটা মেখে, পাঁচ মিনিট মতো মাসাজ করুন। কিছুক্ষণ রেখে উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। দেখবেন ত্বকের টান টান ভাব দূর হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.