Advertisement
Advertisement
Senco Gold

বিয়ের মরশুমে ফাটাফাটি কালেকশন সেনকোর, আকর্ষণীয় ছাড় সোনা-হিরের গয়নায়

কেনার আগে চোখ বুলিয়ে নিন এক্সক্লুসিভ ডিজাইনে।

Senco Gold launches unique gold, Diamond jwellery collection | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 13, 2023 8:42 pm
  • Updated:November 15, 2023 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো শেষ হলেও সামনেই বিয়ের মরশুম। আর উৎসব, অনুষ্ঠান মানেই কেনাকাটি। সে পোশাক কিংবা গয়না। তাছাড়া, গয়না ক্রয় করাকে একটি নিরাপদ এবং মূল্যবান বিনিয়োগ হিসেবেও ধরা হয়। বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে এই গয়না কিন্তু বিপদের বন্ধু হতে পারে আপনার জীবনে। বর্তমানে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন জুয়েলারি ব্র্যান্ডের তরফে নানা আকর্ষণীয় ছাড় থাকে। সেই তালিকায় রয়েছে সেনকো গোল্ডও (Senco Gold and Diamonds)। বহু বছর ধরে ক্রেতাদের সোনা কেনার বিশ্বস্ত আশ্রয় এই জুয়েলারি ব্র্যান্ড।

ফি বছর হাল ফ্যাশনের নিত্যনতুন গয়নার সম্ভারে ক্রেতাদের নজর কাড়ে এই ব্র্যান্ড। এবছরও বিয়ের মরশুমে আকর্ষণীয় গয়নার ডিজাইন এনেছে সেনকো। এর মধ্যে গিফট আইটেমও রয়েছে। সোনায় গ্রাম প্রতি ৫০ টাকা ছাড় যেমন রয়েছে তেমনই ২৫ শতাংশ ছাড় পাবেন গয়নার মেকিং চার্জেও। হিরের গয়নায় ৮ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও সেনকো গোল্ড থেকে কিনলেই জিততে পারবেন ২৫ লক্ষ টাকার সোনার গয়না কেনার আকর্ষণীয় সুযোগ।

Advertisement

শগুন কালেকশন থেকে ২২ ক্যারেটের অ্যান্টিক সোনার গয়না, যা কিনা ওজনেও বেশ হালকা। বিয়ের মরশুমে এমন গয়নার চাহিদা তুঙ্গে। দাম ২ লক্ষের উপর।

হীরের তিন লেয়ারের অভিনব নেকলেস সেট।

থ্রি লেয়ারের চোখধাঁধানো ডায়মন্ড নেকলেসের দাম পড়বে ৪ লক্ষ ৭৫ হাজারের উপর। সোনার উপর ভারী কুন্দন কালেকশনও রয়েছে। দাম সাড়ে ৭ লক্ষ।

কুন্দন ও মীনাকারি কাজের সোনার নেকলেস

এছাড়াও হালকা ওজনের সোনা এবং হিরের গয়নাও রয়েছে সেনকো গোল্ডের কালেকশনে। যেগুলো রোজকার ব্যবহারের মতো।

হীরের লক্ষ্মী পেন্ডেন্ট

১২ হাজার টাকার সোনার গয়নাও পেয়ে যাবেন। হিরের লক্ষ্মী পেন্ডেন্ট পাচ্ছেন ২৪ হাজার টাকায়। যা কিনা বিয়ের মরশুমে উপহার হিসেবে একেবারে পারফেক্ট।

২২ ক্যারেটের ড্রপ পেন্ডেন্ট।

এপ্রসঙ্গে সেনকো গোল্ড-এর ডিরেক্টর এবং মার্কেটিং হেড জয়িতা সেন জানিয়েছেন, “এই উৎসবের মরশুমে আমাদের শগুন কালেকশন ইউনিক ডিজাইনের গয়না এনেছে। যেমন, ধনদেবী লক্ষ্মী ডিজাইনের গয়নাও রয়েছে আমাদের সম্ভারে। যা কিনা সৌভাগ্যের প্রতীক। তাই এই গয়না পরা মানেই নিজের সঙ্গে সৌভাগ্যকে নিয়ে চলা। উপরন্তু ক্রেতারা সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন রকমারি সম্ভার।”

সেনকো গোল্ড-এর ডিরেক্টর এবং মার্কেটিং হেড জয়িতা সেন

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement