Advertisement
Advertisement

Breaking News

Senco Gold & Diamonds

সেজে উঠুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের গয়নায়, ধনতেরাস উপলক্ষে জমকালো সব অফার

দেরি না করে আজই চলে যান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যেকোনও শোরুমে।

Senco Gold & Diamonds unveils Dhanteras Collection Shagun Collection & Launch its array of Offers to match every budget this Diwali
Published by: Akash Misra
  • Posted:October 29, 2024 6:56 pm
  • Updated:October 29, 2024 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের সাজ মানেই অলংকার। আর অলংকার মানেই ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড’। হ্যাঁ, এবার ধনতেরাসে নিজের পসরা সাজিয়ে দিল ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড’। উৎসবের আবহে এবং বিয়ের মরশুমকে সঙ্গে নিয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোকেসে উঠে এল অভিনব কালেকশন ‘শগুন’। যার নক্সা, স্টাইলে একদিকে যেমন ঐতিহ্য জায়গা করে নিল, তো আরেকদিকে আধুনিকতা। উৎসবের সাজ কিংবা বিয়ের সাজে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল তাক লাগানোর মত। শুধুই ডিজাইনে? একেবারেই নয়, মধ্যবিত্তর পকেটের কথা মাথায় রেখে ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড’-এর এই ‘শগুন’ কালেকশন শুরু ১ লক্ষ টাকা থেকে। এবার ধনতেরাসেও সংসারে লক্ষ্মী ও সমৃদ্ধি বাড়িয়ে তুলতে অনায়েসে কিনে নিতে পারেন এই কালেকশন।

Advertisement

‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড’-এর ডিরেক্টর অ্যান্ড মার্কেটিং এবং ডিজাইন হেড জয়িতা সেন জানালেন, ”ধনতেরাস মানেই সংসারে শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি। বলা ভালো লক্ষ্মীর আরাধনা। সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের কালেকশনে রয়েছে পদ্ম কালেকশন। মা লক্ষ্মীর পছন্দের ফুলই হল পদ্ম। তাই আমাদের গয়নার ডিজাইনে পদ্মর মোটিফ রাখা হয়েছে। এই পদ্ম একদিকে আধুনিক নারী এবং ঐতিহ্য, দুটোকেই বহন করে। এই গয়না একদিকে যেমন খুবই হালকা এবং অন্যদিকে পকেট ফ্রেন্ডলি। শুধু সাজের কথা নয়, গয়না ভবিষ্যতের সম্পত্তিও বটে। ”

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্ণধার শুভঙ্কর সেন জানালেন, ”ধনতেরাসের শপিংয়ের কথা মাথায় রেখে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শো-রুমে রয়েছে বিশেষ ছাড়। যা চলবে ১৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে প্রতিগ্রামে ছাড় ৪৫০ টাকা, এছাড়া হিরের মূল্যেও ১০ শতাংশ পর্যন্ত ছাড় এবং হিরের গয়নার মজুরি ১০০ শতাংশ পর্যন্ত ছাড়। শুধু তাই নয়, পুরনো সোনার গয়নার বদলের ক্ষেত্রেও একই মূল্য দেওয়া হবে। এছাড়াও পলকি গয়নায় ১০ শতাংশ পর্যন্ত, প্ল্য়াটিনামের গয়নায় ১৫ শতাংশ পর্যন্ত, রুপোর গয়না তৈরির মজুরিতে ১০ শতাংশ পর্যন্ত, এবং রত্নের উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।”

এখানেই শেষ নয়। রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। লাকি ড্রয়ে দেওয়া হবে বিলাসবহুল গাড়ি, আইফোন ১৬ এবং অন্যান্য পুরস্কারও। তাই দেরি না করে আজই চলে যান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড যেকোনও শোরুমে। শুভ হোক আপনার ধনতেরাস ও দিওয়ালি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement