Advertisement
Advertisement

Breaking News

Saif Ali Khan

আম্বানিদের গণপতি মজলিশে কলকাতার পোশাকশিল্পী অভিষেকের ধুতি-পাঞ্জাবিতে সইফ

কলকাতা থেকে ভিডিও কলে সইফকে ধুতি পরতে শেখালেন অভিষেক।

Saif Ali Khan picks Abhishek Roy's Dhoti-Panjabi for Ganesh Chaturthi
Published by: Sandipta Bhanja
  • Posted:September 8, 2024 8:50 pm
  • Updated:September 8, 2024 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুতি-পাঞ্জাবি কিংবা কুর্তা-পাজামা সইফ আলি খানের বেশ পছন্দের। এহেন সাজপোশাকের জন্য বলিউড নবাব গত একবছর ধরেই চোখ বন্ধ করে ভরসা রাখেন কলকাতার পোশাকশিল্পী অভিষেক রায়ের উপর। গতবার দিওয়ালি পার্টির মতো এবার গণপতি উৎসবেও ‘বহুরূপী শান্তিনিকেতন’ কালেকশনকেই বেছে নিলেন সইফ।

Advertisement

লাল পাঞ্জাবি, ঘিয়ে রঙের ধুতি। আম্বানিদের গণপতি মজলিশে শনিবার রাতে আদ্যোপান্ত বাঙালিবাবু অবতারে দেখা গেল বলিউড নবাবকে। অভিষেক জানালেন, অন্য তারকাদের মতো সইফ আলি খান ফ্যাশন নিয়ে অতটা খুঁতখুঁতে নন। তাঁর শুধু চাই- কমফর্ট এবং ফিট। আন্তেলিয়ার গণেশ আরাধনার অনুষ্ঠানের জন্য যে লাল পাঞ্জাবি বেছে নিয়েছিলেন সইফ আলি খান, সেটা গোল্ড ব্রোকেড ম্যাটেরিয়ালের তৈরি। তবে ধুতি পরার পদ্ধতি মোটেই সহজ নয়! এই প্রজন্মের বাঙালিদের একাংশের কাছেও সম্ভবত সেটা খটমট ঠেকে। অগত্যা কলকাতা থেকে ভিডিও কল করে সইফকে ধুতি পরা শেখালেন অভিষেক রায়। কলকাতার ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে বেশ পছন্দ সইফের। গতবার দিওয়ালিতেই সেকথা জানা গিয়েছিল।

[আরও পড়ুন: পুজোয় স্নিকার্সের সঙ্গে মলকটন শাড়ি পরবেন? কেতাদুরস্ত স্টাইলিং টিপস নিন তাপসী পান্নুর কাছে]

গণপতি অনুষ্ঠানের জন্যও তাই অভিষেক রায়ের পোশাকেই বাঙালিবাবু সাজে ধরা দিলেন সইফ আলি খান। সইফের পাশাপাশি ‘গিন্নি’ করিনা কাপুরও রং মিলান্তি লাল সালোয়ারে বাজিমাত করলেন। তবে অভিনেত্রীর পোশাক অভিষেক রায়ের ডিজাইন করা নয়।

[আরও পড়ুন: পুজোর আগে ওজন ঝরাতে চান? এই ৫ ডিটক্স ওয়াটারই যথেষ্ট! রইল রেসিপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement