Advertisement
Advertisement

Breaking News

Skin care

বাজারে এল রূপ বডি মাসাজ অয়েল, এই শীতে ত্বককে সতেজ রাখুন প্রতিদিন

সারা বছর ত্বককে কোমল ও নরম রাখতে সাহায্য করে রূপ বডি মাসাজ ওয়েল।

Roop Massage Oil fro your winter skin care
Published by: Akash Misra
  • Posted:December 26, 2024 7:34 pm
  • Updated:December 26, 2024 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাঃ এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড, বাংলা তথা দেশের অন্যতম বিশ্বস্ত ঔষধ প্রস্তুতকারক সংস্থা।শীতের মরশুম এস সি দেব বাজারে নিয়ে এল তাঁদেরই আয়ুর্বেদিক গবেষণা ভিত্তিক প্রস্তুতি রূপ বডি ম্যাসাজ অয়েল। চন্দন সহ বিভিন্ন ভেষজ দ্বারা নির্মিত বডি অয়েলটি অনুষ্ঠানিক উদ্বোধন হল সংস্থার প্রসাশনিক ভবনে।

Advertisement

সংস্থার দাবি শুধুমাত্র শীতকাল নয়, সারা বছর ত্বককে কোমল ও নরম রাখতে সাহায্য করে রূপ বডি ম্যাসাজ অয়েল। ওলিভ অয়েলটি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত সংস্থার কর্নধার শ্রী চঞ্চল চন্দ্র দেব। তিনি জানান, ডাঃ এস সি দেবের প্রতিটি প্রস্তুতি তার সন্তানতুল্য,তাই অলিভ অয়েলর নামকরণেও সেদিকটি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান ডাঃ এস সি দেব এর বিশ্বাসযোগ্যতা এখন প্রশ্নাতীত,তাই আদি ও অকৃত্রিম আয়ুর্বেদার উপর ভরষা রেখেই এই প্রস্তুতির নির্মাণ।

ইতিমধ্যেই রিউমালিন ট্যাবলেট এবং রিউমালিন ফোর্ট ট্যাবলেট ইতিমধ্যেই সংস্থার নাম অলংকৃত করেছে। হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ঔষধের পাশাপাশি কলেজ,হাসপাতাল, সরকারি চিকিৎসা কেন্দ্রে হোমিওপ্যাথিক ওষুধ সরবরাহ করার পাশাপাশি আবগারি দপ্তরের তত্ত্বাবধানে বিভিন্ন হোমিওপ্যাথিক সংস্থাকে ইথাইল অ্যালকোহল সরবরাহ করে থাকে এই স্বনামধন্য প্রতিষ্ঠান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement