Advertisement
Advertisement
Prosenjit Chatterjee

মঞ্চে শো-স্টপার প্রসেনজিৎ! বয়সকে তুড়ি মেরে তাক লাগালেন অভিনেতা

প্রসেনজিৎকে কোথায় দেখা গেল নতুন ভূমিকায়?

Prosenjit Chatterjee on walking the ramp for the first time

ছবি ইনস্টাগ্রাম

Published by: Manasi Nath
  • Posted:March 27, 2025 8:45 pm
  • Updated:March 27, 2025 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬ মার্চ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫। ফ্যাশন কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ ফ্যাশন শো চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। এই শোয়ে দেশের তাবড় ফ্যাশন ডিজাইনাররা হাজির হন তাঁদের নিজস্ব লেবেল নিয়ে। আর এই ডিজারনারদের শোস্টপার হিসাবেও দেখা যায় টিনসেল টাউনের সেলেবদের। ২০২৫ এর ফ্যাশন উইকে মনীশ মালহোত্রা, শান্তনু নিখিল, রাহুল মিশ্র, শিবন-নরেশ, ফাল্গুনী শেন পিকক, অমিত আগারওয়ালের মতো ডিজাইনারদের সঙ্গে নিজের লেবেলের পোশাক নিয়ে অংশ নিয়েছেন কলকাতার ‘বহুরূপী’ ব্র্যান্ডের অভিষেক রায় তাঁর ‘রায়কলকাতা’ কালেকশন নিয়ে। আর অভিষেকের নতুন এই কালেকশন পরে প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘খাকি- দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর রেশ কাটতে না কাটতেই এল তাঁর বলিউডে প্রথম প্রযোজনার খবর। আর এবার একেবারে নতুন লুকে হাজির ‘টলিউড ইন্ডাস্ট্রি’।

কালো ধুতি-পাঞ্জাবির সঙ্গে সোনালি সিকোয়েন্সের কাজ করা কালো ওভারকোট, সঙ্গে বাদামি পাম্প শুর সাজে র‍্যাম্পে দ্যূতি ছড়ালেন প্রসেনজিৎ। আর তাঁর সঙ্গী হলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। র‍্যাম্প ওয়াকের পর নিজের অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। বলেন, “অভিষেকের সৌজন্যে প্রথমবার এই ধরনের শোয়ে র‍্যাম্প ওয়াক করলাম। এখানে আমি বাংলার প্রতিনিধিত্ব করছি। বাংলায় নানা ধরনের শিল্পকর্ম রয়েছে। সেইসব ঐতিহ্যবাহী শিল্পকে অভিষেকের মতো তরুণপ্রজন্মের ডিজাইনাররা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। সেটা সত্যিই গর্বের বিষয়। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আর সেই কারণেই আমার এই শোয়ে আসা।” ল্যাকমে ফ্যাশন উইকে প্রসেনজিতের উপস্থিতি যে টলিউড ইন্ডাস্ট্রিকে বাড়তি অক্সিজেন জোগাবে সেকথা বলাই বাহুল্য।

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub