Advertisement
Advertisement

আপনি কি কৃষ্ণকলি? সাহস করে এই রঙেই হয়ে উঠুন অনন্যা

জেনে নিন কোন কোন রং ভাল লাগবে আপনাকে৷

Outfit colours that look amazing on darker Skin!
Published by: Sayani Sen
  • Posted:November 14, 2018 9:58 pm
  • Updated:November 14, 2018 9:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবি যতই কৃষ্ণকলির প্রশংসা করুন না কেন, গায়ের রং নিয়ে খুঁতখুঁতানি থাকে সকলেরই৷ বিশেষ করে একটু চাপা গায়ের রং যাঁদের৷ জামাকাপড় কিনতে গিয়ে অনেক সময়ই চিন্তিত হয়ে পড়েন তাঁরা৷ পোশাক পছন্দ হলেও, স্রেফ এই রং তাঁর গায়ে মানাবে কি না, এই ভয়েই কেনেন না অনেকেই৷ কিন্তু গায়ের রঙের কথা ভেবে নিজেকে গুটিয়ে রাখার দিন আর নেই৷ সময় এসেছে বদলানোর৷ এই চিন্তাভাবনা থাকলে তা এখনই বদলে ফেলুন৷ ফরসা নয়, গায়ের রং অপেক্ষাকৃত কালো হলেই বরং পোয়াবারো৷ যেকোনও রঙের পোশাকই পরুন না কেন, আপনি হয়ে উঠতে পারেন অনন্যা৷

নীল: আপনার গায়ের রং কালো তো কী হয়েছে? কোনও দ্বিধা না করেই বেছে নিন নীল রঙের পোশাক৷ জিনস হোক বা টি-শার্ট কিংবা শাড়ি সবেতেই থাক নীলের ছোঁয়া৷ তাই এবার থেকে অফিসই হোক বা কোনও অনুষ্ঠান নীলাম্বরী সাজে হয়ে উঠুন আকর্ষণীয়৷

Advertisement

[শীত আসছে, জানেন কোন পোশাক এবার ফ্যাশনে ইন?]

লাল: লাল রং মন কাড়ে সকলেরই৷ কিন্তু আমাদের অনেকেরই ধারণা, দুধে-আলতা গায়ের রং না হলে নাকি এই রং মানায় না৷ কৃষ্ণকলিরা তাই লাল রঙের পোশাক পরতে একটু ভয়ই পান৷ তবে জানেন কি, আপনার এই ধারণার কোনও সারবত্তা নেই৷ লাল রঙের পোশাকে আপনি নজর কাড়তে পারেন সকলের৷ তাই আজ থেকেই এই ধারণা পালটে ফেলুন৷ আপনার আলমারি ভরিয়ে তুলুন লাল রঙের পোশাকে৷

সবুজ: আপনার গায়ের রং কালো হলে প্রথমেই বেছে নিন সবুজ রঙের পোশাক৷ গায়ের রঙ উজ্জ্বল করে তোলার জন্য এই রঙের কোনও বিকল্প হতেই পারে না৷

সোনালি: কৃষ্ণকলিদের সঙ্গে সোনালিও কিন্তু মন্দ লাগবে না৷ তাই বিয়েবাড়ি বা অন্য কোনও অনুষ্ঠানে যাওয়ার সময় সোনালি রঙের কোনও পোশাক বেছে নিতেই পারেন আপনি৷ ওই পোশাকে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন৷ নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনি৷

[সুন্দর চুল পেতে এই ৫ অভ্যাস বদলাতেই হবে আপনাকে]

ধূসর: আপনি কি একটু অন্যরকম রঙের পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে ভালবাসেন? তবে আপনি ধূসর রঙের পোশাক ট্রাই করে দেখতেই পারেন৷ এই রঙের পোশাকে আপনাকে সুন্দর লাগতে বাধ্য৷

কালো: লেট নাইট পার্টি হোক কিংবা দুপুরের অনুষ্ঠান কালো রঙের পোশাক সব জায়গাতেই মানিয়ে যায়৷ কিন্তু আপনার চিন্তা অন্য৷ আক্ষেপের সুরে বারবারই মন প্রশ্ন করে, এই গায়ের রঙের সঙ্গে কালো পোশাক মানাবে তো? এসব চিন্তা ভুলে কিনে ফেলুন কালো রঙের পোশাক৷ পরে ফেলুন৷ আপনার রূপের প্রশংসা পেতে বাধ্য৷

[বিয়ের সাজ মাটি করতে না চাইলে লেহেঙ্গা কেনার আগে এগুলি খেয়াল রাখুন]

গোলাপি: মহিলাদের গোলাপি রঙের প্রতি একটা আলাদা দুর্বলতা থাকেই৷ কিন্তু অনেকেই ভাবেন কালো গায়ের রং হলে গোলাপি পোশাক হয় তো ভাল লাগবে না৷ কিন্তু জানেন কি, এই রং আপনার জন্য আদর্শ৷ তাই ভুলে যান এই ভাবনা৷ নিজেকে আরও উজ্জ্বল করে তোলার জন্য গোলাপি পোশাকেই সেজে উঠুন আপনি৷

সাদা: সামনেই বিয়েবাড়ির মরশুম৷ ভাবছেন অনুষ্ঠানের রাতে একটু অন্যরকম সাজে সাজতে শিফন শাড়ি কিনবেন? কিন্তু কোন রঙের শাড়ি কিনবেন বুঝতে পারছেন না, তাই তো? চিন্তা নেই৷ সব চিন্তা ভুলে সাদা রঙের একটি শিফন কিনেই ফেলুন৷ আপনি কালো হোন বা ফরসা, এই রঙের শাড়িতে সুন্দর হয়ে উঠতে বাধ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement