Advertisement
Advertisement

Breaking News

Monkey cap

বাঙালির সাধের হনুমান টুপি অনলাইনে বিকোচ্ছে ৩১ হাজারে! তাজ্জব নেটিজেনরা

প্রশ্ন উঠছে, এবার কি ইএমআইয়ে মাঙ্কি টুপি কিনতে হবে?

Monkey cap priced Rs 31,990, leaves netizens amezed। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 20, 2023 3:52 pm
  • Updated:January 20, 2023 5:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল কবে আসবে। একথা মনে পড়লেই বাঙালির একসঙ্গে দু’জনকে মনে পড়ে। প্রথমজন নিশ্চিত ভাবেই সুপর্ণা। ভাস্কর চক্রবর্তীর বিখ্যাত কবিতার সেই লাইন। দ্বিতীয় জনও বাঙালির বড় আপন। সাধের মাঙ্কি টুপি ওরফে হনুমান টুপি। বঙ্গবাসীর ফ্যাশন স্টেটমেন্টে যত নিত্যনতুন জিনিসপত্তরই আমদানি হোক না কেন, হনুমান টুপিকে (Monkey cap) তার জায়গা থেকে সরায় কার সাধ্যি। আর এহেন ‘প্রাণের আরাম’ বস্তুটি নাকি অনলাইনে বিক্রি হচ্ছে ৩১ হাজার টাকায়! স্বাভাবিক ভাবেই তা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। সবচেয়ে বেশি চমকেছেন অবশ্য বাঙালিরা। চোখ কচলে ভাবছেন ব্যাপারটা কী।

‘ডলস অ্যান্ড গাবান্না’ নামের এক সংস্থা বিক্রি করছে এই মাঙ্কি ক্যাপ। সেখানে হনুমান টুপির গালভরা নাম দেওয়া হয়েছে ‘খাকি স্কাই মাস্ক ক্যাপ’। যার মূল্য নাকি ৪০ হাজার! তবে বিশেষ ছাড়-টাড় দিয়ে ক্রেতাদের সামনে তা পেশ করা হচ্ছে ৩১ হাজার ৯৯০ টাকায়। স্বাভাবিক ভাবে কার্যতই ‘ক্লুলেস’ নেটিজেনরা।

Advertisement

[আরও পড়ুন: আর কতবার! স্বপ্নেও আজকাল ‘সূর্যবংশম’ দেখছি, বিরক্ত হয়ে চ্যানেলকে খোলা চিঠি দর্শকের]

এহেন পোস্টের তলায় নানা ধরনের ‘রত্নখচিত’ কমেন্ট জমা পড়ারই কথা। পড়েছেও। একজন লিখছেন, ‘৩১ হাজার টাকায় মাঙ্কি টুপি! আমি তো আমারটা ২০ টাকাতেই কিনেছিলাম। দশ বছর আগে। আর সেটা এখনও দিব্যি চলছে।’ আরেকজনের খোঁচা, ‘এবার কি ইএমআইয়ে মাঙ্কি টুপি কিনতে হবে?’ অন্য নেটিজেনের দাবি, ‘৫০ টাকায় এর চেয়ে ভাল হনুমান টুপি পাওয়া যাবে।’

উল্লেখ্য, এই বিশেষ টুপি বাঙালির ট্রেড মার্ক হয়ে গেলেও আদপে এর জন্ম নাকি ক্রিমিয়া যুদ্ধে। ইউক্রেনের উপদ্বীপটিতে দেড়শো বছর আগে শুরু হওয়া যুদ্ধে ব্রিটিশ সৈন্যকে ঠান্ডার সঙ্গে লড়তে এই টুপি পাঠানো হয়। সেই টুপি কী করে ভারতে এল এবং মাঙ্কি টুপি নাম পেল তা রীতিমতো গবেষণার বিষয়। তবে যতই ব্রিটিশদের আমদানি হোক, বাঙালির সঙ্গে এর আত্মিক সম্পর্ক নিয়ে কোনও গবেষণা নিষ্প্রয়োজন। এমন সাধের জিনিসের এমন অগ্নিমূল্য দেখে তাই তাদের মাথায় হাত দেওয়াই স্বাভাবিক। তবে সান্ত্বনা একটাই। অনলাইন ছাড়া অফলাইন, মানে খোলা বাজারেও এর বিক্রি হয় দুদ্দাড়িয়ে। সুতরাং এই আকাশছোঁয়া দাম বাঙালির অভ্যেসে হাত দিতে পারবে না।

[আরও পড়ুন: VIP আসনে কাটছাঁট, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম সারিতে রিকশাচালক-সবজি বিক্রেতারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement