Advertisement
Advertisement
Monami Ghosh

মনামীর খোলা পিঠে নকশিকাঁথার গল্প, গাউনজুড়ে বাংলার কারুশিল্প, লাল গালিচায় বাজিমাত

মনামীর গাউনে বাংলার নকশি কাঁথা।

Monami Ghosh's Nakshi Kantha gown, new fashion trend
Published by: Sandipta Bhanja
  • Posted:March 30, 2024 5:31 pm
  • Updated:March 30, 2024 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার লোকসংস্কৃতি আর গ্রামীণ কুটির শিল্পের একটি বড় জায়গা দখল করে রয়েছে। বাংলার প্রবাদে, গল্প, গানে কিংবা কবিতায় অমর হয়ে আছে নকশী কাঁথা। জসীমুদ্দিনের রূপাই-সাজুর প্রেমের অমর আখ্যানের সাক্ষী সেই কারুশিল্পকেই এবার পোশাকে ফুটিয়ে তুললেন মনামী ঘোষ।

এককথায়, বাংলা ফিল্মফেয়ারের (Filmfare Bangla 2024) লাল গালিচায় আগুন ঝরালেন অভিনেত্রী। মনামী বরাবরই ফ্যাশন সচেতন। পশ্চিমী হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কীভাবে ক্যারি করতে হয়, তাঁর ভালোই জানা। তিনি যেমন শাড়িতে আদ্যোপান্ত বঙ্গনারী হয়ে উঠতে পারেন, তেমনই বিকিনিতেও সমান স্বচ্ছন্দ্য। তবে এবার পাশ্চাত্যের সঙ্গে ঐতিহ্যের মিশেলে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করলেন মনামী ঘোষ।

Advertisement

সাদা ভিক্টোরিয়ান স্টাইলের গাউন। আর সেই গোটা পোশাকে বাংলার কারুশিল্প ফুটে উঠেছে। নকশি কাঁথা বা কাঁথা স্টিচের কাজ বরাবরাই ভীষণ ট্রেন্ডিং। সাধারণত শাড়ি, ব্লাউজ, জামা কিংবা বিছানার চাদরেই দেখা যায় কাঁথা স্টিচের কাজ। তবে এবারের ফিল্মফেয়ারের জন্য গাউনের উপর বাংলার সেই ঐতিহ্যশালী কারুশিল্প ফুটিয়ে তুলেছেন মনামী ঘোষ। শুক্রবারই অবশ্য শেষমুহূর্তের ঝলক দিয়েছিলেন অভিনেত্রী। সাদা গাউনের উপর লাল সুতোয় ফুটে উঠেছে নকশি কাঁথা। মনামী ঘোষের ফিল্মফেয়ার লুকে নজর কাড়ল লাল ফিতে দিয়ে বাঁধা তাঁর বিনুনি। ঠিক যেমনটা আগেকার দিনে মা-ঠাকুমারা সযত্নে বাড়ির মেয়েদের বেঁধে দিতেন। হাতের ব্যাগেও কাঁথা স্টিচের কাজ। পোশাকের সঙ্গে কন্ট্রাস্ট রেখে লাল রঙের ব্যাগ নিয়েছেন অভিনেত্রী।

মনামীর মন্তব্য, “এটা নকশি কাঁথা। আমার পোশাকে বাংলার নকশী কাঁথা তুলে ধরেছি। পাশ্চাত্যের সঙ্গে ঐতিহ্যের মিশেল বলা যায়। গাউনটা পশ্চিমী পোশাক হলেও, তার উপর আমাদের বাংলার নকশী কাঁথার কাজ করা। লাল ফিতে দিয়ে কলা বিনুনি স্টাইলে চুলও বেঁধেছি।” আর শেষপাতে অভিনেত্রী দেখালেন তাঁর খোলা পিঠে আঁকিবুকি করা নকশি কাঁথার গল্প। যেখানে লেখা- “অটুট সেই না বলা কথা। মনের আবেগের জমানো ব্যথা, আঁকে আর লিখে শোক গাঁথা, কত স্বপ্ন দিয়ে বোনে নকশি কাঁথা… ।”

[আরও পড়ুন: পদ্ম, ঘাসফুল বা কাস্তে-হাতুড়ি নয়! ভোটের বাজারে বারাকপুরে দেওয়াল জুড়ে উত্তম-সত্যজিৎ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

প্রতিবারই ফিল্মফেয়ারের রেড কার্পেটে চমক দেন মনামী ঘোষ। কখনও ঢাকাই জামদানি ড্রেসে দেখা গিয়েছে আবার গতবার মিরর ড্রেসে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। আর এবার তাঁর ফ্যাশনে বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্প নকশি কাঁথা। 

[আরও পড়ুন: ‘মোদি ৬০, মমতা ১০০’, ভোট ফ্যাশনে এগিয়ে ‘বাংলার মেয়ে’, দেদার বিকোচ্ছে টিশার্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement