ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের দুঁদে অভিনেতা। হিরোসুলভ চেহারা না থাকলেও তাঁর অভিনয় দক্ষতাতেই বলিউডের খান-কাপুরদের দশ গোল দিয়ে এসেছেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। কিন্তু নতুন বছরে যে অবতারে ধরা দিলেন, তাতে বলিপাড়ার প্রযোজক, পরিচালকরা এবার সম্ভবত মনোজকে নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা শুরু করবেন!
পয়লা জানুয়ারি মনোজের ভোলবদল দেখে হতবাক বলিউড। উন্মুক্ত শরীরের ঊর্ধ্বাংশ। শার্টলেস ছবিতে প্রথমবার ধরা দিলেন অভিনেতা। সিক্স প্যাক অ্যাব স্পষ্ট। আর সেই ছবি সেয়ার করেই মনোজ বাজপেয়ীর মন্তব্য, “নতুন বছর নতুন আমি! দেখো সুস্বাদু স্যুপ আমার শরীরে কী কাজ দিয়েছে। একদম কিলার লুক। তাই না?” ‘ফ্যামিলি ম্যান’-এর এহেন অবতার দেখে হা হয়ে গেলেন খোদ পরিচালক অনুরাগ কাশ্যপও। কমেন্ট বক্সে লিখলেন- “ছুপা রুস্তম।” সহ-অভিনেতা শরিব হাসমির প্রশ্ন, “এই অ্যাবস কোথায় লিকিয়ে রেখেছিলে এতদিন?” সুনীল গ্রোভারের মন্তব্য, “ভাই নেটপাড়ায় আগুন লাগিয়ে দিলে তো।” জনৈক অনুরাগী আবার রসিকতা করেই হৃতিকের সঙ্গে গুলিয়ে ফেললেন। সবমিলিয়ে বছরের পয়লা দিনেই এক ছবিতে নেটপাড়ায় আগুন ধরিয়ে দিলেন অভিনেতা।
View this post on Instagram
তবে নতুন কোনও সিনেমার জন্য এই সিক্স প্যাক অ্যাবস বানিয়েছেন কিনা, সেটা খোলসা করেননি মনোজ বাজপেয়ী। কারণ, যে কোনও কাজের আগেই নিজেকে নতুন করে গড়ে-পিটে নেন অভিনেতা। ইন্ডাস্ট্রিতে কয়েক দশক কাটিয়ে ফেলার পরও ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়া মনোজের কড়া হোমওয়ার্কও থাকে প্রতিটা কাজের আগে। সেই প্রেক্ষিতেই এই ভোলবদল কিনা? তার উত্তর অধরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.