সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিপস্টিক ভালবাসেন না, এমন মহিলা খুব কমই রয়েছেন৷ পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করেন অনেকেই৷ ফ্যাশনিয়েস্তাদের মধ্যে অনেকেই ভাবেন নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলা ছাড়া লিপস্টিকের নাকি আরও কোনও কার্যকারিতাই নেই৷ আবার কারও কারও মতে, ঠোঁটের যত্নেও নাকি লিপস্টিকের গুরুত্ব রয়েছে৷ কিন্তু জানেন কি লিপস্টিকের রংই বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব৷
অফিস হোক কিংবা কোনও অনুষ্ঠান৷ আপনি কি লাল রংয়ের লিপস্টিক পরতে ভালবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি যে সাহসী তা আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না৷ বিশেষজ্ঞদের দাবি, যাঁরা লাল রংয়ের লিপস্টিক পরতে পছন্দ করেন তাঁরা স্বাধীনচেতা হন৷ এছাড়াও অন্যান্যদের তুলনায় অনেক বেশি উদ্যমী হন তাঁরা৷ লাল রংয়ের লিপস্টিক পরা মহিলা নাকি পুরুষ মনে বেশি দোলা পারেন।
আপনি কি কারও কঠিন কথা একেবারেই মেনে নিতে পারেন না? বকাঝকা শুনলেই আপনার চোখে জল চলে আসে? তবে বিশেষজ্ঞদের দাবি, আপনার নাকি গোলাপি রংয়ের লিপস্টিকই বেশি মন টানে৷ এই রংয়ের লিপস্টিকপ্রেমীরা নাকি অনেকের তুলনায় বেশি মিষ্টিও হন৷
সমাজের উলটো স্রোতে হাঁটতে ভালবাসা মহিলার অভাব নেই৷ বিশেষজ্ঞদের দাবি, ওই মহিলারাই নাকি বাদামি রংয়ের লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান৷ যেকোনও বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসিকতাও রয়েছে তাঁদের৷
ন্যুড শেডের লিপস্টিক যাঁরা পরতে পছন্দ করেন, তাঁরা অত্যন্ত শান্তিপ্রিয়৷ বিশেষজ্ঞদের মতে, তাঁরা নিজের সৌন্দর্য নিয়েও যথেষ্ট সচেতন৷
সচরাচর কেউই কালো রংয়ের লিপস্টিক পরেন না৷ কিন্তু যাঁরা একটু অন্য রংয়ের লিপস্টিক পরেন, তাঁরা যে অত্যন্ত সাহসী তা বলাই বাহুল্য৷ বিশেষজ্ঞদের দাবি, নিজের লক্ষ্যে তাঁরা অবিচল৷ সমাজের কোনও বাধা গতে তাঁদের আটকে রাখা সম্ভব নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.