সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগ এগিয়েছে। যুগের সঙ্গে পাল্লা দিয়ে অনেক আধুনিক হয়ে গিয়েছি আমরা। তা সত্ত্বেও অন্তর্বাস নিয়ে আলোচনা করতে এখনও কুণ্ঠাবোধ করেন বহু মহিলা। তার ফলে অন্তর্বাস নির্বাচন এবং কেনার ক্ষেত্রে নানা ভুল করে ফেলেন। নিজের অজান্তে একাধিক সমস্যা মহিলাদের শরীরে বাসা বাঁধে। তাই বিশেষজ্ঞদের মতে, পোশাকের বদলে অন্তর্বাস নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের অনেক বেশি ভাবনাচিন্তা করা প্রয়োজন। নইলে হতে পারে মহাবিপদ।
বিশেষজ্ঞরা জানান, অন্তর্বাস বাছাইয়ের ক্ষেত্রে সামান্য ভুলে একাধিক শারীরিক সমস্যা হতে পারে। ভুল মাপের অন্তর্বাস পরলে পিঠের চামড়া ভাঁজ হয়ে থাকতে পারে। কিংবা কোমরের কাছে অন্তর্বাস বেঁকে থাকার সমস্যাও হতে পারে। তার ফলে পিঠের মাংসপেশীতে ব্যথা হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
শারীরিক মাপের তুলনায় ব্রা ছোট হলে কাঁধ, ঘাড়ে ও পিঠে ব্যথা হতে পারে। এমনকী ত্বকে লাল দাগ হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়।
তাছাড়া মাপের তুলনায় ছোট ব্রা পরলে শ্বাসকষ্টের সম্ভাবনাও এড়ানো সম্ভব নয়।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রত্যেক মহিলার প্রতি ছ’মাস অন্তর স্তনের মাপ পরিবর্তন হয়। তাই ব্রা কেনার ক্ষেত্রে অবশ্যই সেকথা মাথায় রাখুন। প্রয়োজনে একটু বেশি টাকা খরচ করে ব্র্যান্ডেড কোনও সংস্থার ব্রা কিনুন। তা অনেক বেশি আরামদায়ক হবে।
প্রতিদিন একই অন্তর্বাস পরবেন না। তাতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
রোজ পরিষ্কার করে কাচা অন্তর্বাস ব্যবহার করুন। ওয়াশিং মেশিনে অন্তর্বাস কাচবেন না। ব্রা, প্যান্টি হাতে সাবান দিয়ে কেচে নিন।
ব্রা কিংবা প্যান্টি কেচে ভুলেও রোদে শুকোতে দেবেন না। হাওয়ায় শুকিয়ে নিন অন্তর্বাস।
প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর অন্তর্বাস পরিবর্তন করুন। নইলে শারীরিক সমস্যা বাড়ার সম্ভাবনা বেশি হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.