Advertisement
Advertisement

Breaking News

Justice Abhijit Ganguly

ফ্যাশনের ময়দানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ধুতি-পাঞ্জাবিতে হলেন বাঙালি বাবু!

সাজ দেখে কী বলছেন নেটিজেনরা?

Justice Abhijit Ganguly in Shunyaa's exclusive creation | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 18, 2023 3:39 pm
  • Updated:June 18, 2023 3:39 pm  

গোবিন্দ রায়: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। রাতারাতি হয়ে ওঠেন ‘ভগবান’। হাজার হাজার চাকরিপ্রার্থীর ‘মসিহা’। এহেন বিচারপতিকে এবার দেখা গেল ফ্যাশনেবল মেজাজে। ‘শূন্য’র পাঞ্জাবিতে সাজলেন তিনি।

Abhijit-Ganguly-1
ছবি সৌজন্যে ‘শূন্য’

ডিজাইনার শর্বরী দত্ত আভিজাত্য বহন করে ‘শূন্য’। সেখানকার এক্সক্লুসিভ কালেকশনে দেখা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। অফহোয়াইট রঙের পাঞ্জাবি রয়েছে তাঁর পরনে। তার সঙ্গে মানানসই ধুতি। ধুতির পাড়ে আবার রয়েছে সিঁদুর লাল রং। সোনালি ফ্রেমের চশমা রয়েছে বিচারপতির চোখে। আর কাঁধে উত্তরীয়। তাতেই যেন হয়ে উঠেছেন বাঙালি বাবু।

Advertisement

[আরও পড়ুন: বাঙালি কনের গলাতেই মালা দিলেন সানিপুত্র করণ দেওল, দেখুন বিয়ের ছবি-ভিডিও]

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাঁধে নিয়োগ দুর্নীতির তদন্তের দায়িত্ব তুলে দিয়ে চারদিকে সাড়া ফেলে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই তদন্তের জেরে বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের মতো তাবড় তাবড় নেতা-মন্ত্রী। মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শুধু তাই নয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকেও চাকরি থেকে বরখাস্তের মতো ‘সাহসী’ নির্দেশও দেন বিচারপতি। এহেন মানুষকে এমন ভিন্ন মেজাজে দেখে অনেকেরই ভাল লেগেছে। “আমাদের জাজ সাহেব দেখতেও সুন্দর মানিয়েওছে ভাল”, “দারুণ লাগছে, প্রেমে পড়ে গেলাম”, এমন মন্তব্য করা হয়েছে ছবির কমেন্টবক্সে।

Abhijit-Ganguly-comments
শোনা গিয়েছে, এমনিতে রাজনীতির খবর রাখলেও রাজনীতিবিদদের ছোঁয়া থেকে দূরে থাকতেই ভালবাসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছুটিতে বই পড়ার ফাঁকেই সন্ধেবেলায় বিচারপতির বাড়িতে রোজ নিয়ম করে বসছে ‘চা-আড্ডা’। কখনও সখনও কফি। সেই আড্ডায় আসেন ছোটবেলার পুরনো বন্ধুরা। আড্ডা চলে রাত সাড়ে নটা পর্যন্ত। মাঝেমধ্যেই কোনও সন্ধ্যায় তিনি আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়েন।

[আরও পড়ুন: কারিগরদের ২ বছরের শ্রম পণ্ড? ‘রামায়ণ’ গায়ে জড়িয়ে বিতর্কে পর্দার ‘সীতা’ কৃতী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement