Advertisement
Advertisement

Breaking News

Janhvi Kapoor

OMG! লক্ষ লক্ষ টাকার ফুলেল গাউনে ‘ফ্যাশনিস্তা’ জাহ্নবী, দাম জানলে হাঁ হবেন!

ফ্যাশন ক্যাপিটলে জাহ্নবীর 'জলওয়া'।

Janhvi Kapoor sparked in mesmerizing floral gown, know the price
Published by: Sandipta Bhanja
  • Posted:June 27, 2024 8:12 pm
  • Updated:June 27, 2024 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) যেন তুলনামূলকভাবে আরও বেশি করে ফ্যাশন সচেতন হয়ে উঠেছেন। যে কারণে ফ্যাশন পুলিশদের ‘গুড বুকে’ আজকাল প্রায়শই ঠাঁই পায় অভিনেত্রীর নাম। কখনও সিনেমার থিমের সঙ্গে মিলিয়ে রকমারি ড্রেস পরছেন তো কখনও বা আবার ডাকসাইটে ডিজাইনারদের ‘শো স্টপার’ হিসেবে তাঁর ডাক পড়ছে মার্জার সরণিতে। সম্প্রতি ফ্যাশন ক্যাপিটলে নিজের জলওয়া দেখিয়েছেন বলিউডের ‘জানু’।

জাহ্নবী কাপুরকে ‘মারমেইড’ লুকে দেখে অনুরাগীরা যখন ঘোরে আচ্ছন্ন, তখন ফের নতুন পোশাকে মাথা ঘুরিয়ে দিলেন শ্রীদেবীকন্যা। বেইজ রঙের গাউনে রঙিন বিডস দিয়ে ফুলেল কাজ। খোলা চুল… জাহ্নবীর প্যারিস সফরের নতুন ছবি দেখে মন্ত্রমুগ্ধ ভক্তরা। তবে ফ্যাশনিস্তাদের জহুরীর চোখ ঠিক খেয়াল করেছে অভিনেত্রীর পরনে গাউন। যার দাম জানলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য! জাহ্নবী কাপুরের পরনে সেই এমবেলিশড গাউনের দাম ২ লক্ষ ৭৫ হাজার ২৯৮ টাকা। এই একটা গাউন কিনতে হলে প্রায় ৩ লক্ষ টাকা গ্যাঁটের কড়ি খরচ করতে হবে আপনাকে। উল্লেখ্য, এই গর্জিয়াস গাউনের সঙ্গে কিন্তু কোনওরকম গয়না পরেননি জাহ্নবী। মেকআপও যৎসামান্য!

Advertisement

দিন কয়েক আগেই প্যারিসে ডিজাইনার রাহুল মিশ্রর পোশাকে মার্জার সরণিতে হেঁটেছেন অভিনেত্রী। মিশ্রের অত্যাধুনিক কালেকশন ‘অরা’তে সেজেছিলেন অভিনেত্রী। রাহুলের ডিজাইন করা প্যাটার্ন-সহ একটি ম্যাচিং সিকুইন্ড স্কার্টের সঙ্গে একটি কালো বুস্টিয়ার টপ পরেছিলেন ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ অভিনেত্রী। অনেকেই যদিও তাঁর ব়্যাম্পওয়াক নিয়ে নিন্দে-কটাক্ষ করেছেন! তবে জাহ্নবীর ফ্যাশন স্টেটমেন্ট কিন্তু ইদানিং বেশ প্রশংসিত।

[আরও পড়ুন: মায়ের শাড়ি-গয়নাতেই বিয়ে সোনাক্ষীর, রিসেপশনের পোশাকের দাম জানলে চমকে যাবেন!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

বলিউডে ছবির সংখ্যা খুব বেশি নয়। তবে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন জাহ্নবী। ‘ধড়ক’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র মতো সিনেমার মাধ্যমে বুঝিয়েছেন তিনি শ্রীদেবীর সুযোগ্যা কন্যা। আর এখন বলিপাড়া দেখছে জাহ্নবী কাপুরের ফ্যাশনিস্তা অবতার।

[আরও পড়ুন: শপথগ্রহণে কঙ্গনার সাজপোশাকে চমক! সাদা শাড়ি, মুক্তো-পান্নার গয়নায় যেন রাজরানি ‘ক্যুইন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement